

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে চুমু দেওয়ার চেষ্টা করেছেন পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও। তবে কৌশলে মুখ ফিরিয়ে নেন জাপানের প্রধানমন্ত্রী। সম্প্রতি মালেশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে এই ঘটনা ঘটেছে। এতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সাধারণত সৌহার্দ প্রকাশে বিশ্বের বিভিন্ন দেশে চুমুর প্রচলন আছে। তবে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী যেভাবে জাপানের প্রধানমন্ত্রীকে চুমু দেওয়ার চেষ্টা করেছেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
পূর্ব তিমুর এশিয়ার অন্যতম দরিদ্র একটি দেশ। গেল রোববার দেশটিকে ১১তম সদস্য হিসেবে আসিয়ান জোটে অন্তর্ভুক্ত করা হয়। ১৪ লাখ জন সংখ্যার এই দেশের অধিবাসীরা প্রায় অর্ধশতাব্দী আগ থেকেই আসিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার স্বপ্ন দেখে আসছিলেন।
পূর্ব তিমুর কর্তৃপক্ষের আশা, আাসিয়ানের সঙ্গে যুক্ত হওয়ায় নবীন অর্থনীতির দেশটি লাভবান হবে।আসিয়ানের সদস্য হওয়ার পর পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী গুসমাও বলেন, এটি তার দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে এক নতুন যুগের সূচনা হবে। এতে বাণিজ্য ও বিনিয়োগ খাতে ‘অসীম সুযোগ’ তৈরি হবে। তিনি আরও বলেন, তিমুর-লেস্তের জনগণের জন্য এটি শুধু একটি স্বপ্নের বাস্তবায়ন নয়; বরং নতুন যাত্রার এক শক্তিশালী প্রত্যয়।’
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন