কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দল ছাড়াই নির্বাচনের আয়োজন করছে কিরগিজস্তান

কিরগিজস্তানে চলছে নির্বাচন। ছবি: সংগৃহীত
কিরগিজস্তানে চলছে নির্বাচন। ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে আগাম সংসদ নির্বাচন শুরু হয়েছে। এ নির্বাচনে প্রেসিডেন্ট সাদির জাপারভের ঘনিষ্ঠ সহযোগীরা ব্যাপক ব্যবধানে জয় পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এমন এক প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেখানে কোনো সংগঠিত বিরোধী দল বা আনুষ্ঠানিক রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই।

রোববার (৩০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের আগে বিরোধী নেতা ও সাংবাদিকদের গ্রেপ্তার এবং স্বাধীন গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ঘটনায় ভোটকে ঘিরে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ নির্বাচন প্রেসিডেন্ট সাদির জাপারভের ক্ষমতার দখল আরও দৃঢ় করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ২০২৬ সালে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কর্তৃপক্ষ বলছে, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কাছাকাছি সময় হওয়ায় অস্থিরতা এড়াতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন আইনে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। এতে ৩০টি আসন থেকে প্রত্যেকে তিনজন করে সংসদ সদস্য নির্বাচন করা হবে। এতে মোট ৪৬৭ প্রার্থী রয়েছেন। প্রতিটি জেলায় অন্তত একজন নারী প্রার্থী নির্বাচিত হওয়ার বাধ্যতামূলক কোটা রয়েছে।

এপি জানিয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই ব্যাপক গ্রেপ্তার ও তল্লাশি অভিযান শুরু করেছে সরকার। কমপক্ষে ১০ জন বিরোধী নেতাকে অস্থিতিশীলতা উসকে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। বিশ্লেষক এমিল জুরায়েভ বলেন, বিরোধী নেই বললেই চলে। নির্বাচন পুরোপুরি পূর্বনির্ধারিত, এমনকি বিরক্তিকরভাবে একঘেয়ে।

জাপারভ তার নির্বাচনী ভাষণে ঘোষণা দেন, কোনো অভ্যুত্থান আর হবে না। আজ থেকে তা কেবল স্বপ্নেই দেখতে পাবেন।

আটকদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের ঘনিষ্ঠজনরা রয়েছেন। তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে এক আদালত প্রথমবারের মতো তিনটি স্বাধীন সংবাদমাধ্যমকে চরমপন্থি সংগঠন হিসেবে ঘোষণা করেন। এগুলো হলো ক্লূপ, তেমিরভ লাইভ এবং আইতআইত দেসে। এর ফলে এসব মাধ্যমের ওয়েবসাইট দেশে নিষিদ্ধ হয়েছে এবং দুজন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আগস্টে পাস হওয়া নতুন মিডিয়া আইন অনুযায়ী অনলাইনসহ সব মাধ্যমকে সরকারে নিবন্ধিত হতে হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কিরগিজ সরকার সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সমালোচকদের ওপর কঠোর দমন চালাচ্ছে এবং তথ্যপ্রাপ্তির অধিকার সংকুচিত করছে।

যুক্তরাষ্ট্র সরকারের মানবাধিকার-সংক্রান্ত কঠোর সমালোচনার মাঝেই নভেম্বর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্য এশিয়ার পাঁচ দেশের নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তাদের মধ্যে ছিলেন জাপারভও। বৈঠকে মূলত অঞ্চলটির সমৃদ্ধ খনিজসম্পদে প্রবেশে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং রাশিয়া-চীন প্রতিযোগিতার প্রভাব নিয়ে আলোচনা হয়।

কিরগিজস্তানের অর্থনীতি টানা চার বছর ধরে বাড়ছে— এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জিডিপি ১০ শতাংশ বেড়েছে। এর ফলে জনঅসন্তোষ কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন জাপারভ। বিশ্লেষকদের মতে, এই সংসদ নির্বাচন আসলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি। জুরায়েভ বলেন, পুরো সংসদই প্রেসিডেন্টের প্রতি অনুগত থাকবে। এটি কেবল সংখ্যাগরিষ্ঠ নয়— একদম সার্বিক নিয়ন্ত্রণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

ভাতে মারার চেষ্টা করা হয়েছে: অভিষেক

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

রাবিতে ছুটি নিতে ১৭ দপ্তরে ধর্ণা, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

রশিদদের বিদেশি লিগ খেলায় লাগাম টানছে আফগান বোর্ড

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

১০

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কেন কমেছে

১২

শাকসু নির্বাচন  / স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহার ছাত্রদলসহ দুই ভিপি প্রার্থীর

১৩

শাবিপ্রবিতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত শ্রমিক

১৪

টাইব্রেকারে বোনোর দৃঢ়তায় ফাইনালে মরক্কো

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা মধ্যে আকাশপথ বন্ধ করল ইরান

১৬

সেই পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, বিসিবির আশ্বাসেও গলছে না মন

১৭

দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ

১৮

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

১৯

যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

২০
X