কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

থাই-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। ছবি : সংগৃহীত
পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর দুই দেশের হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে। দুই দেশের মধ্যকার তীব্র লড়াইয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এটিকে গত জুলাইয়ের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশই একে অপরকে হামলা শুরুর জন্য দায়ী করেছে। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, থাইল্যান্ড সহিংসতা চায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। অন্যদিকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেন থাই সেনাদের আক্রমণকারী আখ্যা দিয়ে প্রতিশোধমূলক হামলার কথা বলেন।

গত মে থেকে বাড়তে থাকা উত্তেজনায় এখন পর্যন্ত ৪০ জনের বেশি নিহত হয়েছে। এর সঙ্গে খাদ্য-পণ্য আমদানিতে বাধা, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সীমান্তজুড়ে অস্থিরতা যোগ হয়েছে।

সোমবার থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার গুলিবর্ষণের জবাবে তারা উবন রাচাথানি প্রদেশে পাল্টা হামলা চালিয়েছে এবং বিতর্কিত সীমান্ত এলাকায় বিমান হামলাও করেছে। তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আগ্রাসন শুরু করেছে থাইল্যান্ড—তাদের প্রাহ ভিহিয়ার প্রদেশে প্রথম হামলা চালানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, সংঘর্ষে অন্তত একজন থাই সেনা ও চারজন কম্বোডিয়ান নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ডজনখানেক মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে ৫টি প্রদেশে প্রায় ৬৫০টি স্কুল নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কম্বোডিয়ার সীমান্তবর্তী প্রদেশগুলোতেও স্কুল থেকে আতঙ্কিত অভিভাবকরা শিশুকে নিয়ে পালানোর চিত্র দেখা গেছে।

এর আগে গত জুলাইতেও পরীক্ষার সময় হঠাৎ পাঁচ দিনের তীব্র যুদ্ধের কারণে স্কুল বন্ধ হয়ে যায়। থাই শিক্ষক সিকসাকা পংসুয়ানের মতে, সীমান্তের শিশুরা মূল্যবান সময় ও সুযোগ হারাচ্ছে। এর ফলে দেশের শান্ত অঞ্চলের শিশুদের তুলনায় তাদের পিছিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে কাটা হলো যুবকের হাতের কবজি

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির অভিনন্দন

চবি ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ১ লাখ

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের শেষ বিদায়

ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা : রহস্যঘেরা সিসিটিভি ফুটেজ

চট্টগ্রাম মহানগর জামায়েতের আমিরের সঙ্গে এরিক গিলানের মতবিনিময়

রায়পুরায় ১০ দিনে ৩ খুন

বেগম জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী : খোকন

১০

আমিরুলের আগুন ঝরা হ্যাটট্রিকে যুব হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

১১

নির্বাচন-পূর্ব অর্থনীতিতে ৪ ঝুঁকি, সংকটের আড়ালে সম্ভাবনার হাতছানি

১২

ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে : আজাদ

১৩

এবার মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ, পাশেই ছিল চিরকুট

১৪

থাই-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

১৫

রিয়াল ও ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

১৬

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

১৭

অপহৃত ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ

১৮

মাছ-দুধ একসঙ্গে বা পরপর খেলে কি সত্যিই ক্ষতি হয়? জানুন

১৯

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

২০
X