কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মা কারাগারে, নোবেল পুরস্কার নেবে ছেলে-মেয়ে

প্রায় ৯ বছর ধরে নার্গিস মোহাম্মাদির সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না তার দুই যমজ ছেলেমেয়ে আলী ও কিয়ানা রহমানি। ছবি : সংগৃহীত
প্রায় ৯ বছর ধরে নার্গিস মোহাম্মাদির সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না তার দুই যমজ ছেলেমেয়ে আলী ও কিয়ানা রহমানি। ছবি : সংগৃহীত

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকার ও মানবাধিকারের লড়াকু সৈনিক নার্গিস মোহাম্মাদি। আজ রোববার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নরওয়ের অসলোতে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল। তবে কারাগারে থাকায় তিনি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না। এ জন্য তার পক্ষে তার ১৭ বছর বয়সী দুই যমজ ছেলেমেয়ে এই পুরস্কার গ্রহণ করবে। পুরস্কার গ্রহণের পাশাপাশি মায়ের পক্ষে তার দেওয়া একটি বক্তব্য পড়ে শোনাবে তারা। খবর এনডিটিভির।

২০১৫ সাল থেকে ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করছে নোবেলজয়ী নার্গিসের দুই জমজ সন্তান আলী ও কিয়ানা রহমানি। প্রায় ৯ বছর ধরে তারা তাদের মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না। আদৌ মায়ের দেখা পাবে কি না, তা-ও জানে না তারা।

মায়ের পুরস্কার গ্রহণ করতে এরই মধ্যে অসলোতে এসেছে নার্গিসের দুই ছেলেমেয়ে। তাদের সঙ্গে আছে বাবা তাঘি রহমানি ও মামা হামিদ রেজা মোহাম্মদি।

শনিবার অসলোতে এক সংবাদ সম্মেলনে মেয়ে কিয়ানা রহমানি বলেন, আমি হয়তো তাকে (নার্গিস) ৩০ বা ৪০ বছরের মধ্যে দেখতে পারব। হয়তো দেখা না-ও পেতে পারি। আমি মনে করি না যে আমি তাকে আর কখনও দেখতে পাব। তবে আমার মা সবসময় আমার হৃদয়ে ও আমার পরিবারের মাঝে থাকবেন।

অবশ্য বোন কিয়ানা মায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যতটা আশাহীন বিপরীতে ভাই আলী ততটাই আশাবাদী। সে সাংবাদিকদের বলেছে, আমি খুব, খুব আশাবাদী। যদিও তা দুই, পাঁচ বা ১০ বছরে না-ও হতে পারে। আমি আমাদের বিজয়ে বিশ্বাস করি। বিজয় সহজ নয়, কিন্তু এটা নিশ্চিত।

গত ৬ অক্টোবর ২০২৩ সালের শান্তিতে নোবেলজয়ী হিসেবে মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কারাগারে থেকেই বাকস্বাধীনতা ও মানবাধিকারের এই লড়াকু সৈনিক নোবেল পুরস্কারে ভূষিত হন।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নার্গিস মোহাম্মদি একজন নারী, মানবাধিকারকর্মী ও স্বাধীনতা যোদ্ধা। মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে তাকে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। তিনি এখনো কারাগারে। এমনকি কারাগারে বসেই আবারও অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। তিনি ইরানের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে এই অনশন শুরু করবেন বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার অসলোতে এক সংবাদ সম্মেলনে হামিদ রেজা বলেন, তিনি (নার্গিস) আজ আমাদের সঙ্গে নেই। তিনি কারাগারে আছেন। ইরানের বাহাই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন শুরু করবেন। তবে তার উপস্থিতি আমরা অনুভব করছি। এর আগে গত নভেম্বরে নারী অধিকারের জন্য জেলে বসে অনশন শুরু করেছিলেন ৫১ বছর বয়সী নার্গিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১০

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১১

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

১২

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

১৩

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

১৪

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

১৫

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

১৬

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

১৭

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

১৮

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

১৯

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

২০
X