ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি কয়লা খনিতে ধসের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ওই খনিতে আটকা পড়েছেন আরও অনেকে। রাজ্যটির ধনবাদ এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই কয়লা খনিটি অবৈধভাবে চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধনবাদের জ্যেষ্ঠ পুলিশ সুপার সঞ্জীব কুমার বলেন, ‘ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) একটি খনিতে ধস নেমেছে। এরই মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহতের সংখ্যা যাচাই করা হচ্ছে। আমরা বিসিসিএলের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এক প্রত্যক্ষদর্শী বলছেন, খনিটিতে ধস নামার সময় অনেক স্থানীয় গ্রামবাসী সেখানে কাজ করছিলেন। স্থানীয়দের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন