কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রবল ঝাঁকুনি, দুর্ঘটনার কবলে সিঙ্গাপুরগামী বিমান

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

মাঝ আকাশেই ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান। বিমানটি ব্যাংককের সুবর্ণাভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এবং এ ঘটনায় একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। বিমানটিতে ২১১ জন যাত্রী ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি বিকাল ৩ট ৪৫মিনিটে ব্যাংককের সুবর্ণাভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়া এই বিমান মাঝ আকাশেই ভয়াবহ ঝাঁকুনির কবলে পড়ে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বোয়েইং 777-300ER বিমানটি দূর্ঘটনার কবলে পড়েছে। বিমানটিতে মোট ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন। দূর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

বিমান সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং যেকোন অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য ব্যাংককে একটি দল পাঠাচ্ছি।

ফ্লাইট রাডারের তথ্য অনুসারে, প্রায় ১১ ঘন্টা উড্ডয়নের পর বিমানটি আন্দামান সাগর পেরিয়ে থাইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছিল। এসময় বিমানটি হঠাৎ ৩৭ হাজার ফুট উচ্চতা থেকে কয়েক মিনিটের ব্যবধানে ৩১ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।

বিমানটির একজন যাত্রী জাফরান আজমির সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে এবং ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। তিনি আরও বলেন, বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচের দিকে নামতে শুরু করে, তখন মনে হচ্ছিল বিমানটি নিয়ন্ত্রণ হারাচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের সিটবেল পরা ছিলনা তারা সিট থেকে শুন্যে উঠে যাচ্ছিল।

ওই যাত্রী আরও বলেন, কিছু লোক শুন্যের দিকে উঠে যায় এবং উপরের লাগেজ রাখার কেবিনের ওপরে তাদের মাথা বাড়ি খায়। কেউকেউ উপরের লাইট এবং মাস্কের জায়গায়ও আঘাত করেন। তবে একসময় বিমানটি একটি ভয়ানক ঝাঁকুনি দিয়ে আবার সমান্তারালভাবে চলতে থাকে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ব্যাঙ্কক বিমানবন্দরে আপৎকালীন ভিত্তিতে অবতরণের পরই আহতদের চিকিৎসার জন্য সেখানে স্থানীয় হাসপাতাল থেকে মেডিকেল টিম ছুটে আসে।

সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, সুবর্ণাভূমি বিমানবন্দরের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। বিমানটি কি কারণে এমন ঝাঁকুনির কবলে পড়ল এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। মাঝ আকাশে ঠিক কী ঘটেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিমানে এধরণের ভয়াবহ ঝাঁকুনি ও মৃত্যুর ঘটনা বিরল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব দেশে বিয়ে করলেই নাগরিকত্ব পেতে পারেন আপনিও

‘মামাতো ভাইকে দিয়ে যুবদল নেতাকে খুন করান স্ত্রী’

জার্মান যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে খুন

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

‘শেষবার মানিক আমাকে মা বলে ডেকেছিল’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

অনলাইনে যেভাবে কাটবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট

পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু

১০

ভাসমান বীজতলা তৈরিতে সফল খুলনার রোকেয়া

১১

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

১২

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

১৩

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

১৪

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

১৫

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

১৬

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

১৭

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

১৮

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

১৯

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

২০
X