কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চীনা পররাষ্ট্রমন্ত্রী কি হারিয়ে গেলেন?

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি :
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি :

প্রায় এক মাস ধরে লোকচক্ষুর আড়ালে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। তার এ দীর্ঘ অনুপস্থিতি দেশটির অনলাইন মাধ্যমে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। একই সঙ্গে চীনের গোপনীয়তা নীতি বা সিক্রেসি পলিসিকেও সামনে নিয়ে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত ২৩ দিন ধরে জনসম্মুখে আসেন না ৫৭ বছর বয়সি চীনা পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ গত ২৫ জুন তাকে দেখা গিয়েছিল।

যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর গত বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান কিন গ্যাং। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফর সংগঠিত করতে সহায়তা করতেন। এর মাধ্যমে শি জিনপিংয়ের বিশ্বস্ত হয়ে ওঠেন তিনি।

চীনা সরকারের অন্যতম পরিচিত মুখও কিন গ্যাং। তার এ দীর্ঘ অনুপস্থিতি শুধু কূটনীতিক ও চীনবিষয়ক পর্যবেক্ষকদেরই নয়, সে দেশের সাধারণ মানুষকেও ভাবাচ্ছে।

গত সোমবার কিন গ্যাংয়ের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, কিন গ্যাং সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

এদিকে কিন গ্যাংয়ের নিখোঁজ হওয়া নিয়ে এরই মধ্যে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গাল-গল্প ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো, পরকীয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

এ ছাড়া তাকে নিয়ে চীনা মানুষের মনে আগ্রহও বেড়েছে। এর প্রমাণ মিলে চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন বাইডুতে তার সম্পর্কে মানুষের অনুসন্ধানে। বাইডুর তথ্য অনুযায়ী, গত সাত দিনে কিন গ্যাং সম্পর্কে তথ্য খোঁজার পরিমাণ ৫ হাজার শতাংশ বেড়েছে, যা চীনা তারকাদের চেয়েও বেশি।

বিবিসি বলছে, চীনে কারণ ছাড়াই উচ্চপদস্থ কর্মকর্তাদের নিখোঁজ হয়ে যাওয়া নতুন কিছু নয়। প্রায়ই দেখা যায়, কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধ তদন্ত করায় তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। আবার অনেক সময় দেখা যায় অন্তর্ধানের কয়েক দিন পরে তারা আবার জনসম্মুখে ফিরে আসেন।

এমনকি শি জিনপিং প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায় ১৪ দিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। এ সময় তার স্বাস্থ্যগত বিষয় ও কমিউনিস্ট পার্টির ভেতরে ক্ষমতার দ্বন্দ্বের বিষয়টি সামনে এসে পড়ে।

তবে চীনবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে কিন গ্যাং কোনো সমস্যায় আছেন নাকি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও জনসম্মুখে ফিরবেন, তা বলা কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে ‘ভোমা বিড়াল’ : অ্যাটর্নি জেনারেল

ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

নামের জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ

একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু হাসপাতালে ভর্তি

১০

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

১১

ভূমিকম্পের সময় ছাত্রদের আগলে রাখা সেই মাদ্রাসাশিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

১২

তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

১৩

ভারতকে হোয়াইটওয়াশ করার পথে প্রোটিয়ারা

১৪

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেটেবের ২ নেতা বহিষ্কার

১৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নির্বাচনের উপযোগী : মির্জা ফখরুল

১৬

মেট্রোরেল কার্ডে অনলাইন রিচার্জ চালু, কীভাবে করবেন

১৭

জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, চাঞ্চল্যকর দাবি আসামের মুখ্যমন্ত্রীর

১৮

‘এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা’

১৯

রোহিঙ্গাদের আরও ৫০ লাখ ডলার অনুদান দক্ষিণ কোরিয়ার

২০
X