কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টেলিগ্রামের মেসেজ দেখতে পায় রাশিয়া, নজরদারি সম্পর্কে সতর্কতা

টেলিগ্রাম অ্যাপলিকেশনে ক্লিক করছেন এক ব্যবহারকারী। ছবি : সংগৃহীত
টেলিগ্রাম অ্যাপলিকেশনে ক্লিক করছেন এক ব্যবহারকারী। ছবি : সংগৃহীত

টেলিগ্রামের ব্যক্তিগত মেসেজ ও ডেটা দেখার সক্ষমতা রাশিয়ার গোয়েন্দা সংস্থার আছে। মেসেজিং অ্যাপটির ওপর রাশিয়ান স্পেশাল সার্ভিসের নিয়ন্ত্রণের প্রমাণ পেয়েছে ইউক্রেন। এমন দাবি করে মস্কোর নজরদারি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ। শুধু তাই নয়; জেলেনস্কির প্রশাসন সরকারি ও সামরিক কর্মকর্তাদের রাষ্ট্র-ইস্যু করা ডিভাইসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করতেও নিষেধাজ্ঞা জারি করেছে।

ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ টেলিগ্রামে রাশিয়ার প্রবেশের ক্ষমতার প্রমাণাদি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলে উপস্থাপন করেন। এরপর শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই নিষেধাজ্ঞা জারি করে বিবৃতি দেওয়া হয়। এতে নিষেধাজ্ঞাকে জাতীয় নিরাপত্তার বিষয় উল্লেখ করা হয়েছে।

ইউক্রেন এবং রাশিয়া উভয় দেশেই টেলিগ্রাম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর টেলিগ্রাম আরও জনপ্রিয় হয়ে উঠে। তখন থেকে এটি তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসের কাজ করছে।

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিসহ তার সামরিক কমান্ডার এবং আঞ্চলিক ও শহরের কর্মকর্তা সবাই নিয়মিত যুদ্ধের আপডেট টেলিগ্রামে প্রকাশ করেন। অ্যাপটিতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তও প্রচার করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, যেসব কর্মকর্তারা তাদের দায়িত্বের অংশ হিসেবে টেলিগ্রাম ব্যবহার করেন; তারা নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। এটি দুবাইভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। টেলিগ্রামের আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিকন্টাক্ট চালু করেন দুরভ। সেখানে রাশিয়ার ক্ষমতাসীনদের বিরোধী মতাদর্শের চ্যানেল বন্ধ করার নির্দেশ অমান্য করে সরকারি তোপের মুখে পড়েন। শেষমেশ ২০১৪ সালে রাশিয়া ছাড়তে বাধ্য হন তিনি।

দুরভকে গত মাসে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়। তার প্ল্যাটফর্মে অবৈধ আধেয় প্রকাশের অভিযোগ করা হয়েছে। ইউক্রেনের সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, বুদানভ প্রমাণ দিয়েছেন যে রাশিয়ান স্পেশাল সার্ভিস টেলিগ্রাম বার্তাগুলোতে অ্যাক্সেস করতে পারে। এমনকি মুছে ফেলা বার্তাও তারা দেখতে পায়। ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটাসহ কোনো কিছু রাশিয়া থেকে গোপন রাখা সম্ভব নয়।

বুদানভ বলেন, আমি সবসময় বাক স্বাধীনতাকে সমর্থন করেছি। এখনও সেই সমর্থন অব্যাহত রেখেছি। তবে টেলিগ্রামের বিষয়টি বাক স্বাধীনতার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়।

কিয়েভের সিদ্ধান্ত ঘোষণার পরে টেলিগ্রাম একটি বিবৃতি দিয়েছে। তাতে বলেছে, তারা কখনও কারও ডেটা বা কোনো বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি বা ভবিষ্যতেও করবে না। টেলিগ্রাম রাশিয়াসহ কোনো দেশে কোনো গ্রাহকের ডেটা সরবরাহ করেনি। মুছে ফেলা বার্তা চিরতরে মুছে ফেলা হয় এবং পুনরুদ্ধার করা প্রযুক্তিগতভাবে অসম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

ক্ষমা চাইলেন সিমিওনে

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

১০

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের যা বললেন প্রধান উপদেষ্টা 

১১

বলিউড থেকে বিদায় নেবেন আনুশকা শর্মা!

১২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

১৩

সায়েন্সল্যাব অবরোধ

১৪

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

১৫

অভিমানে ফাঁস নিলেন আসিফ‎

১৬

বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার নবীন সদস্যের শপথ 

১৭

নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

১৮

যেভাবে টানা ৪ দিনের ছুটি মিলতে পারে

১৯

ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ শিক্ষার্থীদের

২০
X