কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে যেভাবে খুঁজে পেলেন নিজের আসল বাবাকে

তমুনা এবং তার আসল বাবা গারজেন। ছবি : সংগৃহীত
তমুনা এবং তার আসল বাবা গারজেন। ছবি : সংগৃহীত

স্বপ্নে দেখলেন তাকে দত্তক নেওয়া হয়েছে। ঘুম ভাঙার পরপরই তিনি গভীর নিঃশ্বাস ফেলেন। এরপর হাতের কাছে থাকা ফোন থেকে কল দিলেন তার মাকে, যাকে তিনি তার জন্মদাত্রী মা বলেই জানতেন। কিন্তু তমুনা নামের এই নারী সাংবাদিক তখনও জানতেন না, রূপকথার মতো কিছু একটা ঘটতে যাচ্ছে তার জীবনে।

জর্জিয়ার নারী তমুনা মুসেরিদজে। ছোটবেলা থেকেই তার সন্দেহ ছিল তিনি দত্তক কন্যা। আর এই সন্দেহ থেকেই ২০১৬ সালে নিজের প্রকৃত বাবা-মার সন্ধান শুরু করেন তিনি। মাকে ফোন দিয়ে তিনি তার দত্তক নেওয়ার বিষয়ে জানতে চান। তার বাবার নাম-পরিচয়ও জানতে চান, যা কেবল তাকে দত্তক নেওয়া মা-ই জানাতে পারেন। কিন্তু তাতে মেলেনি কোনো সদুত্তর।

সেই মায়ের মৃত্যুর পর, ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে নিজের নামে একটি জন্মনিবন্ধনপত্র খুঁজে পান তমুনা। যাতে জন্ম তারিখ ভুল লেখা ছিল। এতে তমুনার মনে সন্দেহ বাড়তে থাকে। এক পর্যায়ে নিশ্চিত হন, আসলেই তাকে দত্তক নেওয়া হয়েছিল। এরপর নিজের জন্মদাতা বাবা-মাকে খুঁজে বের করতে ফেসবুকে একটি অনুসন্ধান গ্রুপ খোলেন তমুনা।

পেশায় সাংবাদিক এই নারী পরবর্তীতে অনুসন্ধান শুরু করেন, যেখানে তিনি জর্জিয়ার একটি শিশু পাচার কেলেঙ্কারি উন্মোচন করেছিলেন। সেখানে তিনি দেখতে পান, অনেক বছর ধরেই বাবা-মার কাছে মিথ্যা বলে নবজাতকদের বিক্রি করে দিচ্ছে একটি চক্র। বাবা-মাকে বলা হতো, তাদের নবজাতক মারা গেছে। তমুনা নিজেও ভাবতেন, ছোটবেলায় হয়তো তিনিও চুরি হয়ে গিয়েছিলেন প্রসূতি মায়ের কোল থেকে।

তমুনার অনুসন্ধানে কিছুটা অগ্রগতি হয় গত গ্রীষ্মকালে। হঠাৎ তিনি তার ফেসবুক গ্রুপে একটি ক্ষুদেবার্তা পান জর্জিয়ার এক বাসিন্দার কাছ থেকে। তিনি জানান, তারা এমন একজন নারীকে চিনতেন, যিনি তার গর্ভাবস্থার কথা লুকিয়ে ১৯৮৪ সালের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেন। আশ্চর্যজনকভাবে তিনি যে তারিখটির কথা বলেছিলেন, সেটি তমুনার জন্মতারিখের সঙ্গে মিলে যায়। তখন তার বিশ্বাস জন্মে যে, হয়তো ওই নারীই তমুনার আসল মা।

তমুনা সঙ্গে সঙ্গেই সেই নারীর সাথে যোগাযোগ করেন। তিনি জানান, পেটে সন্তান আসার কথা গোপন করেছিলেন, এমন একজন নারীকে তিনি চেনেন, যিনি সম্পর্কে তার চাচি। তমুনা ফেসবুকে দেখতে পান, যে নারীটি তাকে মেসেজ করেছিলেন, এমনকি তার পরিবারের বেশ কিছু সদস্য তার ফেসবুকে রয়েছেন। তারা আসলে তমুনার রক্তের সম্পর্কের।

তমুনা আর দেরি না করে আসল মাকে ফোন করেন। কিন্তু ওই নারী সবকিছু অস্বীকার করে বসেন। এতে ঘাবড়ে না গিয়ে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেন তমুনা। যে মেয়ে তাকে ফোন দিয়ে খবরটি দিয়েছিল, তার কাছ থেকেই সংগ্রহ করা হয় টেস্টের নমুনা। ডিএনএ টেস্টের ফলাফলে দেখা যায়, ওই মেয়েটি আসলে তারই চাচাতো বোন।

এই প্রমাণ দিয়েই পরবর্তীতে মাকে সত্য বলতে বাধ্য করেন তমুনা। তার কাছ থেকে জন্মদাতা বাবার নাম জানতেও সক্ষম হন তিনি। জানা যায়, তার বাবার নাম গুরগেন খোরাভা নামের এক ব্যক্তি। ছিল না প্রেম-ভালোবাসার সম্পর্ক। তাই সেই শারীরিক সম্পর্ক অনেকটা দুর্ঘটনার মতো। পরে তমুনা তার জন্মদাতা বাবা ও অন্যান্য পরিজনের সাথেও দেখা করেন। সেই ভিডিও ও ছবি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

১০

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

১১

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১২

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১৩

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১৪

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৫

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৬

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৭

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৮

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৯

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

২০
X