কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের আরেক দেশ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে পোলিস সেনারা। ছবি : সংগৃহীত
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে পোলিস সেনারা। ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কারণে পোল্যান্ড তার সেনাবাহিনীর আকার দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

পোল্যান্ডের সেনাবাহিনী বর্তমানে প্রায় ২ লাখ সদস্যের, যা আগামীতে উন্নীত করা হবে।

স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) দেশটির পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী টাস্ক এসব কথা বলেন। খবর এনবিসি।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পোল্যান্ডের প্রতিরক্ষা পরিকল্পনার একটি বড় অংশ, যা দেশটি রাশিয়ার আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত থাকতে চায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রী টাস্ক বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে হবে, কারণ রাশিয়া ভবিষ্যতে আরও বড় একটি হামলা চালাতে পারে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, পোল্যান্ডের বর্তমান সেনাবাহিনীকে ৫ লাখে উন্নীত করতে হবে এবং এর জন্য পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে।

তিনি আরও জানান, সরকার একটি নতুন আইন প্রণয়ন করছে, যার মাধ্যমে পোল্যান্ডের পুরুষদের জন্য বড় আকারের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। এমনকি, ভবিষ্যতে কিছু নারীও সামরিক প্রশিক্ষণের আওতায় আসতে পারেন।

টাস্ক বলেন, আমরা এই বছরের শেষ নাগাদ একটি পরিকল্পনা তৈরি করার চেষ্টা করব, যাতে প্রতিটি পোলিশ পুরুষ যুদ্ধের সময় প্রশিক্ষণপ্রাপ্ত হতে পারে। এর পাশাপাশি, পোল্যান্ড সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র অর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।

পোল্যান্ডের এই পদক্ষেপটি ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয় পরিকল্পনার সঙ্গে যুক্ত, যেখানে ইউরোপ ৮০০ বিলিয়ন ইউরো (৮৪০ বিলিয়ন ডলার) পর্যন্ত সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

ইইউ সদস্য দেশগুলোর মধ্যে এই পরিকল্পনা অনুমোদিত হওয়া সত্ত্বেও, রাশিয়া এটি নিয়ে বিরোধিতা করেছে। রাশিয়া এটিকে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, তারা এই প্রতিযোগিতায় অংশ নেবে না।

এদিকে, পোল্যান্ডের এই শক্তিশালী সামরিক প্রস্তুতি রাশিয়ার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই ঘটছে। পোল্যান্ড, যা ন্যাটোর সদস্য, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় নিরাপত্তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশটির প্রধানমন্ত্রী টাস্কের মতে, পোল্যান্ডকে ভবিষ্যতে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে, যাতে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছদ্মবেশে ছিনতাইচেষ্টা, হাতেনাতে আটক ৩ নারী

মোহাম্মদপুরের সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি 

২২৯ বল বাকি থাকতে ছেলেদের কাছে জ্যোতিদের হার

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই

কবর জিয়ারত করলে বা সালাম দিলে মৃত ব্যক্তি কি টের পান

আসন অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত : পররাষ্ট্র উপদেষ্টা

‘দৈত্যকায়’ ফুটবলার পাভেল : কে তিনি, কেন আলোচনায়

মুনিয়া আফরিনের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

কৃষক দলের সেক্রেটারি শহিদুলের কারামুক্তিতে বাধা নেই

১০

বাড়বে ৯ নদীর পানি, ডুবতে পারে ৬ জেলার নিম্নাঞ্চল

১১

৫১ বছর পর জানা গেল ছেলের হত্যাকারী বাবা, স্ত্রীও নিহত

১২

ইসরায়েলি রাজনীতিকের ছবি গাজার যোদ্ধা বলে প্রচার, অতঃপর...

১৩

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদণ্ড

১৪

সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করেছি : সিইসি

১৫

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি 

১৭

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

১৮

সরে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

১৯

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

২০
X