কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

পুতিন বদ্ধপাগল হয়ে গেছেন : ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। ইউক্রেনে রাশিয়ার প্রবল বিমান হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প পুতিনকে ‘বদ্ধ পাগল’ বলে আখ্যা দেন।

সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসে এই বিস্ফোরক মন্তব্য।

প্রসঙ্গত, গত তিন রাত ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া আকাশপথে ধারাবাহিক ও প্রবল হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ আক্রমণ।

এ হামলায় ইউক্রেনের অন্তত ১২ নাগরিক নিহত হয়েছেন। কিয়েভের দাবি, শুধু শনিবার রাতেই রাশিয়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এই ঘটনার সূত্র ধরেই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই ভালো সম্পর্ক ছিল। কিন্তু, তার কিছু একটা হয়েছে। তিনি বদ্ধপাগল হয়ে গেছেন! অকারণে অসংখ্য মানুষকে হত্যা করছেন তিনি এবং আমি শুধু সেনাদের কথাই বলছি না।

ট্রাম্প আরও বলেন, আমি আগেও বলেছি, পুতিন শুধু ইউক্রেনের একটি অংশ নয়, বরং পুরো দেশটিই দখল করতে চান। এখন মনে হচ্ছে, আমার সেই আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে। কিন্তু তিনি যদি সে পথে এগোন, তাহলে তা শেষ পর্যন্ত রাশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি জানি না, পুতিনের কী হয়েছে। আমি বহু বছর ধরে তাকে চিনি। আমাদের মধ্যে সবসময়ই এক ধরনের বোঝাপড়া ছিল। কিন্তু এখন তিনি শহরে শহরে রকেট ছুড়ে সাধারণ মানুষ হত্যা করছেন। এটা আমি একেবারেই সমর্থন করি না।

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই করব। এটা থামানো দরকার।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এই যুদ্ধ ধীরে ধীরে আরও সহিংস এবং প্রাণঘাতী হয়ে উঠেছে।

শনিবারের হামলার পর রবিবার থেকে রুশ হামলার মাত্রা কিছুটা কমে এলেও এখনো ইউক্রেনজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের পাঠানো ৯৬টি ড্রোন ভূপাতিত করেছে।

এই পরিস্থিতিতে পুতিনের ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ এবং তার ‘বদ্ধপাগল’ মন্তব্য বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতরা

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

স্বাস্থ্য পরামর্শ / জরায়ুমুখের ক্যান্সার: একটি নীরব ঘাতক

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

১০

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

১১

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

১২

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১৩

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১৪

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

১৫

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

১৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

১৭

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

১৮

ফেসবুকে লাইক বাড়াতে ‘ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই’ প্রচার

১৯

শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

২০
X