বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে অবস্থান নিল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে দেশটির পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া।

সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ স্পষ্টভাবে জানান, মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং এই ক্ষেত্রে তেহরানের বৈধ অধিকার রক্ষা করা হোক।

মঙ্গলবার (০৩ জুন) রাশিয়ান নিউজ এজেন্সি ‘তাস’ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও বৈশ্বিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে হওয়া উচিত।

পেস্কভ আরও উল্লেখ করেন, এই ধরনের কর্মসূচি বিশ্বের অনেক দেশেই পরিচালিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি, ইরানসহ সব দেশের এই অধিকার থাকা উচিত।

রাশিয়া ইরানের দেওয়া সরকারি বক্তব্যের ওপর আস্থা রাখছে, যেখানে তেহরান জানায়, তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই।

মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যেসব অভিযোগ রয়েছে, আমরা সেসব বিষয়ে ইরানের সরকারি বিবৃতিকে প্রধান ভিত্তি হিসেবে দেখি। ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছা রাখে না—তাদের এই অবস্থানকেই আমরা গ্রহণ করি।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটেও নতুন কিছু তথ্য সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেবে না।

কিন্তু মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, চলতি বছরের ৩০ মে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২৩ মে রোমে অনুষ্ঠিত হয় পঞ্চম দফা আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয়।

ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আশাবাদ ব্যক্ত করে বলেন, আরও এক বা দুই রাউন্ড আলোচনার মধ্য দিয়ে আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী করছে এবং পারমাণবিক ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের পথ খুলে দিতে পারে।

শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের পক্ষে রাশিয়ার সরাসরি সমর্থন ইরানের জন্য যেমন কৌশলগত সুবিধা তৈরি করেছে, তেমনি এটি ভবিষ্যতের আলোচনায় একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনে সহায়ক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১০

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১১

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১২

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৩

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৪

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৫

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

১৬

টঙ্গীতে মানববন্ধনে হামলা, আহত ৫

১৭

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

১৮

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে লন্ডনে দোয়া মাহফিল  

১৯

ভারতে পিটুনিতে নিহত বাংলাদেশি যুবক, লাশের জন্য ঘুরছে পরিবার

২০
X