কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের আরও বিশাল এলাকা দখলে নিল রাশিয়া

রাশিয়ার হামলায় বিধ্বস্ত এলাকা ছাড়ছে বাসিন্দারা। ছবি : রয়টার্স
রাশিয়ার হামলায় বিধ্বস্ত এলাকা ছাড়ছে বাসিন্দারা। ছবি : রয়টার্স

ইউক্রেনের বিশালা এলাকা দখলের দাবি করেছে রাশিয়ার। দেশটির দাবি, ২০২৫ সালে ইউক্রেনের ৫,১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক এবং উত্তরাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ভোভচানস্ক শহর দখল করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, দোনেৎস্কের লিমান ও কোস্তিয়ান্তিনিভকার অন্তত অর্ধেক এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোলও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তবে এই দাবির সঙ্গে একমত নন ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, স্যাটেলাইট চিত্র ও উন্মুক্ত সূত্রের তথ্য পুতিনের বক্তব্যের সঙ্গে মিলছে না।

আইএসডব্লিউর মতে, হুলিয়াইপোলের মাত্র ৭ দশমিক ৩ শতাংশ এবং লিমানের ২ দশমিক ৯ শতাংশ এলাকায় রুশ বাহিনীর সীমিত উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, তাও মূলত অনুপ্রবেশ বা আক্রমণমূলক অভিযানের মাধ্যমে। কোস্তিয়ান্তিনিভকায় রাশিয়ার অগ্রগতি ৫ শতাংশের বেশি নয় বলেও দাবি করেছে তারা।

এমনকি রাশিয়াপন্থি সামরিক ব্লগারদের তথ্যও পুতিনের দাবিকে পুরোপুরি সমর্থন করে না। আইএসডব্লিউ জানায়, এসব ব্লগারের মতে লিমানের সর্বোচ্চ ৭ শতাংশ এবং কোস্তিয়ান্তিনিভকার প্রায় ১১ শতাংশ এলাকায় রুশ নিয়ন্ত্রণ রয়েছে।

এর আগে ক্রেমলিন খারকিভের কুপিয়ানস্ক এবং দোনেৎস্কের পোকরভস্ক সম্পূর্ণ দখলের দাবিও করেছিল। তবে আইএসডব্লিউর হিসাব অনুযায়ী, খারকিভ অঞ্চলের সর্বোচ্চ ৭ দশমিক ২ শতাংশ এলাকায় রাশিয়ার উপস্থিতি রয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, পোকরভস্কে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের কাছ থেকে ১৬ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

১৮ ডিসেম্বর রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বিদেশি সামরিক কর্মকর্তাদের কাছে বছরের শেষ প্রতিবেদন উপস্থাপন করে দাবি করেন, চলতি বছরে রাশিয়া ৬,৩০০ বর্গকিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে। এর এক সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসভ ৬,০০০ বর্গকিলোমিটার দখলের কথা বলেছিলেন।

তবে আইএসডব্লিউর হিসাব অনুযায়ী, রাশিয়া সর্বোচ্চ ৪ হাজার ৯৮৪ বর্গকিলোমিটার এলাকা এবং ১৯৬টি বসতি দখল করেছে—যা রুশ কর্মকর্তাদের দাবি করা ৩০০ বসতির তুলনায় অনেক কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে বহন করা সেই রিকশাচালকের জবানবন্দি

বড়দিনে পুতিনের ‘মৃত্যু কামনা’ করলেন জেলেনস্কি

রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির সতর্কতা

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান

কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২

নরসিংদীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

বেগম রোকেয়া এবার মঞ্চে 

কার বক্তব্যে মুগ্ধ পরী?

১০

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে অধ্যক্ষ ইলিয়াস নূরী

১১

অভিমানের পর আবার নোয়াখালী দলে ফিরলেন সুজন

১২

সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু 

১৩

নিখোঁজ সেই ‘কোপা শামছুর’ লাশ উদ্ধার 

১৪

ইউক্রেনের আরও বিশাল এলাকা দখলে নিল রাশিয়া

১৫

মাত্র ৩০ আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী

১৬

‘কারিনা কাপুর আমার স্ত্রী ছিলেন’, দাবি ‘মুফতি’ কাভির

১৭

মারা গেলেন ফিলিস্তিনি নির্মাতা মোহাম্মদ বাকরি

১৮

মালিকানা বদলের পর ১ কোটি ১০ লাখ টাকা কী পাবেন নাঈম?

১৯

আতাউর রহমান বিক্রমপুরীকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য মিথ্যা : কারা কর্তৃপক্ষ

২০
X