

সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভিজাত স্কি রিসোর্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্রাঁস-মন্টানায় নববর্ষ উদযাপনের সময় একটি ভিড়ঠাসা বারে এ ঘটনা ঘটে।এতে অন্তত কয়েক ডজন মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।
সুইস পুলিশের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যে প্রায় ৪০ জনের মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হয়নি। তারা কেবল ‘দশকের ঘরে’ মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
স্থানীয় সময় ১ জানুয়ারি রাত দেড়টার দিকে ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় সেখানে নববর্ষের পার্টিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ভালাই ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্তেফান গাঁজার জানান, নিহত ও আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার তৎপরতায় ১০টি হেলিকপ্টার ও অন্তত ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন এবং অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ভালাই ক্যান্টন সরকারের প্রধান মাথিয়াস রেনো জানান, স্থানীয় হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে গেছে। গুরুতর আহতদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ক্রাঁস-মন্টানার আকাশসীমায় সাময়িকভাবে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়।
তবে কৌঁসুলি বিয়াত্রিস পিলুদ পরে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হামলা হিসেবে নয়, বরং অগ্নিকাণ্ডজনিত বিস্ফোরণ হিসেবে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন