যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন শহর অক্সফোর্ড। ব্রিটিশদের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই শহরে অবস্থিত। ১৩শ শতকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপর এটি হয়ে উঠে ইউরোপের প্রধান শিক্ষাকেন্দ্র। অথচ এই শহরটিই ছিল মধ্যযুগে নরহত্যার হটস্পট। অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এক গবেষণায় এই দাবি করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
মধ্যযুগে ইংল্যান্ডের নরহত্যার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল অক্সফোর্ড। শিক্ষার্থীদের হামলার কারণে অধিকাংশ ক্ষেত্রে এসব ঘটনা ঘটত। একই সময়ের লন্ডন ও ইয়র্ক শহরের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি খুনের ঘটনা ঘটেছিল অক্সফোর্ডে।
গবেষণায় দাবি করা হয়েছে, মধ্যযুগে অক্সফোর্ডে প্রতি লাখে ৬০ থেকে ৭৫ জন হত্যার শিকার হতেন। এই সংখ্যাটি বর্তমান সময়ের ৫০ গুণ বেশি। বিভিন্ন শ্রেণির ছাত্র এবং মাদকের কারণে এসব সহিংসতার ঘটনা ঘটত। এসব অপরাধীর মধ্যে ৭৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ের ক্লারিকাস। তার মানে হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা কর্মচারীই এসবের সঙ্গে জড়িত ছিল। এমনকি নরহত্যার শিকার মানুষের ৭২ শতাংশও ছিলেন ছাত্র বা কর্মচারীরাই।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ক্রিমিনোলজির পরিচালক অধ্যাপক ম্যানুয়েল আইজনার বলেন, মধ্যযুগে অক্সফোর্ডের শহরের পরিবেশ ছিল ভয়ানক পর্যায়ের মিশ্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবই ছিল ছাত্র। তাদের বয়স সাধারণত ১৪ থেকে ২১ বছরের মধ্যে ছিল। এই বয়সে মানুষ সহিংসতা ও ঝুঁকি সবচেয়ে বেশি নেয়।
মন্তব্য করুন