কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে থেকেই শান্তিতে নোবেল পেয়েছেন তারা

কারাগারে থেকেই শান্তিতে নোবেল পেয়েছেন এই পাঁচ ব্যক্তি। ছবি : সংগৃহীত
কারাগারে থেকেই শান্তিতে নোবেল পেয়েছেন এই পাঁচ ব্যক্তি। ছবি : সংগৃহীত

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। শুক্রবার বিকেলে নোবেলজয়ী হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি যখন তার নাম ঘোষণা করে তখনো তিনি ইরানের একটি কারাগারে বন্দি। তবে বাকস্বাধীনতা ও মানবাধিকারের এই লড়াকু সৈনিকই কারাগারে থাকা অবস্থায় নোবেল পাননি। তার আগে আরও চারজন কারাবন্দি হিসেবে শান্তিতে নোবেল পেয়েছেন।

১৯৩৫ : ভন অজিয়েস্কি, জার্মানি

ভন অজিয়েস্কি ১৯৩৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাকস্বাধীনতা ও শান্তির সপক্ষে উজ্জ্বল অবস্থানের কারণে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তবে পুরস্কার পাওয়ার পর তা গ্রহণ করতে তিনি যেন নরওয়েতে যেতে না পারেন সে কারণে তাকে জেলে পাঠান হিটলার। এমনকি তাকে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল।

১৯৩৩ সালে হিটলারের ক্ষমতা দখলের আগে বার্লিনে পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত করা হয় শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই জার্মান নাগরিককে। সে সময় হিটলার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন, তিনি কোনো জার্মান নাগরিককে নোবেল পুরস্কার গ্রহণ করা থেকে বিরত থাকার আইন চালু করেন।

১৯৯১ : অং সান সু চি, মিয়ানমার

মিয়ানমারে ১৯৮৯ সালে প্রথমবারের মতো গৃহবন্দি হন অং সান সু চি। এরপর ১৯৯১ সালে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কার পান। তবে সু চি গৃহবন্দি থাকায় ১৯৯১ সালের ওই অনুষ্ঠানে তার পক্ষে দুই ছেলে ও তার স্বামী এ পুরস্কার গ্রহণ করেন। তবে তার সম্মানে ওই অনুষ্ঠানের মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছিল। এরপর ২০১০ সালে মুক্ত হয়ে ২০১২ সালে ঐতিহ্যবাহী নোবেল বক্তৃতা দেন সু চি।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করলে সু চি আবারও কারাবন্দি হন। বিভিন্ন মামলায় তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি তার সাজা ছয় বছর কমানো হয়েছে। জান্তা সরকারের বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যমতে- ৭৮ বছর বয়সী সু চিকে গৃহবন্দি হিসেবেই রাখা হবে।

২০১০ : লিউ শিয়াবো, চীন

লিউ শিয়াবো একজন চীনা মানবাধিকারকর্মী। চীনে অহিংস উপায়ে মৌলিক মানবাধিকারের আন্দোলন করে ২০১০ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। তবে এ পুরস্কার লাভের মাত্র এক বছর আগে তাকে জেলে পাঠানো হয়।

চীনে ক্ষমতার দান উলটে দেওয়ার কুশীলব অভিযোগে তাকে বিচার করে জেলে পাঠানো হয়। তার ১১ বছরের জেল হয়েছিল। তিনি চীনের একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। উত্তর-পূর্ব চীনের একটি হাসপাতালে লিভার ক্যান্সারে ৬১ বছর বয়সে কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়।

২০২২ : অ্যালেস বিলিয়াতস্কি, বেলারুশ

গত বছর বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিলিয়াতস্কি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এর আগের বছর ২০২১ সালে বেলারুশে বিতর্কিত নির্বাচনের সময় বিক্ষোভে জড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তার করে সরকার। এরপর তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিলিয়াতস্কির সমর্থকরা বলছেন, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রতিশোধমূলক আচরণের কারণেই বিলিয়াতস্কিকে কারাগারে পাঠানো হয়েছে। নিউইয়র্ক টাইমস জানায়, ১৯৮০-এর দশকে পশ্চিম ইউরোপে ৬০ বছর বয়সী বিয়ালিয়াস্কি মানবাধিকারের দৃষ্টান্ত হয়ে ওঠেন। লুকাশেঙ্কো রুশদের ছায়ায় যখন বেলারুশকে গড়ে তুলতে চাইছিলেন তখনো তিনি প্রতিবাদ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

ফের বাড়ল স্বর্ণের দাম

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

বড় পর্দায় আসছেন প্রভা

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

১০

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

১১

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১২

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

১৩

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

১৪

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

১৫

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

১৬

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

১৭

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

১৮

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

১৯

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

২০
X