আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকের আশপাশে একদিনে প্রায় এক হাজার ৬০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনার পরপর দেশটিতে আগ্নেয়গিরির লাভা উদ্গিরণ শুরু হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ফাগরাদশপিয়াচ পাহাড়ের নিচে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। পাহাড়টি একটি আগ্নেয়গিরির ওপরে অবস্থিত। গত দুই বছর এ এলাকায় দুবার আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গিরণ হয়েছিল।
এক বিবৃতিতে সংস্থাটি বলছে, প্রায় এক হাজার ৬০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী ভূমিকম্পগুলো রাজধানীর আশপাশে অনুভূত হয়েছে। এদের মধ্যে চারটি ছিল চার মাত্রার বেশি, যা মৃদু হিসেবে ধরা হয়।
এতবার ভূমিকম্প হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও লাভা উদ্গিরণ হয়নি। তবে খুব শিগগিরই উদ্গিরণ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইসল্যান্ড ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল হিসেবে পরিচিত। সূত্র : এনডিটিভি।
মন্তব্য করুন