স্পেনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর ভ্যালেন্সিয়ায় দুটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত বা নিখোঁজ হয়েছেন। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যালেন্সিয়া শহরের অভিজাত এলাকার একটি ভবনে এই আগুন লাগে। এরপর তা দ্রুতই পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফলে দুটি ভবনই আগুনে পুড়তে থাকে।
ভ্যালেন্সিয়ায় জরুরি পরিষেবা বিভাগের সহকারী পরিচালক জর্জ সুয়ারেজ শুক্রবার সাংবাদিকদের বলেছেন, চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। প্রায় ছয় ঘণ্টা পার হলেও এখানো আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
আগুনের ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ হয়েছেন। ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন দমকলকর্মী। তবে দুর্ঘটনার শিকার দুই ভবনের ভেতরে কতজন মানুষ ছিলেন বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না।
ভ্যালেন্সিয়া অঞ্চলের সরকারি প্রতিনিধি পিলার বার্নাবে বলেছেন, কতজন মানুষ নিখোঁজ হয়েছে তা বলা কঠিন। কারণ দুই ভবনের ভেতরে অনেক ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটে অনেক বিদেশি নাগরিক ছিলেন। তবে তারা কোন দেশের এখন তা বলা আরও কঠিন।
স্পেনের সামরিক জরুরি বিভাগ উদ্ধার অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে সেনা পাঠানোর কথা জানিয়েছে। এ ছাড়া আহতদের চিকিৎসার সেখানে একটি বড় তাঁবু স্থাপন করা হয়েছে।
এক এক্সবার্তায় আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ ছাড়া আহত ও উদ্ধারকাজে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
মন্তব্য করুন