কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কির মিথ্যাচার ফাঁস, ইউক্রেনে কোণঠাসা পশ্চিমারা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

দুই বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এ যুদ্ধে মৃত্যু আর ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়েও বিভিন্ন লুকোচুরি। বিশেষ করে নিজেদের শক্তিমত্তা আর রাশিয়ার দুর্বলতা প্রচারে মিথ্যা তথ্য ছড়াতে কোনো চেষ্টার কমতি রাখছে না ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা।

তারই একটি নগ্নরূপ সামনে এসেছে বিবিসির প্রতিবেদনে। যেখানে প্রশ্ন উঠে রুশ ক্ষয়ক্ষতি নিয়ে নির্লজ্জের মতো কিয়েভের বিভিন্ন দাবির সত্যতা নিয়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনাসংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে উল্লিখিত সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি। তবে সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে এ মৃত্যুর সংখ্যা গণনা করছে। এ সময় তারা কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির দাপ্তরিক প্রতিবেদন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম ১২ মাসে যতসংখ্যক সেনা নিহত হয়েছে, তার চেয়ে পরবর্তী ১২ মাসে ২৫ শতাংশ সেনা বেশি নিহত হয়েছে।

দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে ২৭ হাজার ৩০০ জনের বেশি। যদিও যুদ্ধের দ্বিতীয় বছরে ইউক্রেনের নতুন অনেক জায়গা দখলে নিয়েছে রুশ বাহিনী, কিন্তু তার বিনিময়ে হারাতে হয়েছে বহু প্রাণ।

তবে বিবিসির এ প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যানে রাশিয়া অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো হিসাবে নিলে সামগ্রিক সেনা মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের কয়েক গুণ বেশি হবে।

এদিকে ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা খুব কমই প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের দুই বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন দাবি করে যুদ্ধের প্রথম বছরেই রাশিয়ার ১ লাখ ৪৮ হাজার ১৩০ সেনা নিহত হয়েছে।

সে সময় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির পর দিন ২৫ ফেব্রুয়ারি রাশিয়ার ৬৬০ সেনা নিহত হয়েছেন। এর পর দিন নিহত হয়েছেন আরও ৬৫০ রুশ সেনা। যদিও এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি কিয়েভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্তের নির্দেশ প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

দেশে মোট জনসংখ্যার ৩ শতাংশ বেকার : প্রধানমন্ত্রী

প্রচণ্ড গরমে মেহেরপুর সদর হাসপাতালে রোগীর চাপ

রাতে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

ডেপুটি ম্যানেজার নেবে আকিজ ফুড, আবেদন করুন শুধু পুরুষরা

লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে : রাশেদ প্রধান

শিশু ধর্ষণ-হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

ঢাকায় ফুটবলার খুঁজছে ম্যান ইউ

ট্রুডোকে ‘উন্মাদ’ বলায় বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার

১০

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন ও ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১২

সংসদ অধিবেশন বসছে বৃহস্পতিবার

১৩

ভারতের নির্বাচন দেখার আমন্ত্রণ পেল আ.লীগ

১৪

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি

১৫

বিশ্বের সকল দেশের রাজধানীর নাম

১৬

ঈদের মাসেও কমেছে প্রবাসী আয়!

১৭

মার্কস পেতে যৌন সম্পর্কের প্রস্তাব শিক্ষিকার, অতঃপর...

১৮

ঢাকায় বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস

১৯

মে দিবস আজ / উৎপাদন বাড়লেও মজুরিতে উপেক্ষিত চা শ্রমিকরা

২০
*/ ?>
X