কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রবল বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়ছে

বন্যায় আংশিক ভেসে গেছে অরুণাচল প্রদেশের এই সেতুটি। ছবি: এনডিটিভির ফুটেজ থেকে
বন্যায় আংশিক ভেসে গেছে অরুণাচল প্রদেশের এই সেতুটি। ছবি: এনডিটিভির ফুটেজ থেকে

উত্তর-পূর্ব ভারতে টানা ভারি বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ। গত দুদিনে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মিজোরামে এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (১ জুন) এক প্রতিবেদনে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর ও মিজোরাম। আসামে ১২টি জেলায় প্রায় ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিভিন্ন রাজ্য থেকে নতুন নতুন দুর্ঘটনার খবর আসছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আসামের কামরূপ মেট্রোপলিটন জেলায় গত ২৪ ঘণ্টায় ভূমিধসে ৫ জনের মৃত্যু হয়েছে। গোয়াহাটির উপকণ্ঠে বন্ডা এলাকায় ভূমিধসে ৩ নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া।

অন্যদিকে, অরুণাচল প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় মারা গেছেন ৯ জন। ইস্ট কামেং জেলায় এক হৃদয়বিদারক ঘটনায় দুটি পরিবারের ৭ জন সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছেন। ভূমিধসের সময় তাদের গাড়িটি রাস্তা থেকে পড়ে গিয়ে পানির তোড়ে ভেসে যায়।

আবহাওয়া বিভাগ আসামসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে রেড, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করেছে। এতে নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গৌহাটিতে শুক্রবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে— ৬৭ বছরে যা সর্বোচ্চ। ওইদিন শহরে ১১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ফলে শহরের বহু এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যায়।

এদিকে সিকিমেও পরিস্থিতি উদ্বেগজনক। শনিবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমে তিস্তার পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়। লাচুং ও লাচেন এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় দেড় হাজার পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অব্যাহত বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

শীতের দাপটে জবুথবু জনজীবন 

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১০

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১১

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

১২

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

১৩

যশোরেই প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান

১৪

ভারতে ফেরত পাঠানো হলো সন্তানসহ অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে

১৫

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

১৬

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

১৭

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

১৮

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

১৯

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

২০
X