রাত থেকে ঝুমঝুম বৃষ্টি পড়ছে শহরে। বৃষ্টি মধ্যেই গাড়ি নিয়ে রাস্তায় টহল দিতে বের হয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের গাড়ির নিচে ঘাপটি মেরে বসেছিল মস্ত বড় এক অজগর।
সাপের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে পড়েন পুলিশ সদস্যরা। এরপর ধীরে ধীরে গাড়ির নিচ থেকে মাথা বের করে বিশাল অজগর।
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় ভানপুর শহরে এ ঘটনা ঘটেছে। গাড়ি থেকে নেমে এঁকেবেঁকে রাস্তার পাশের জঙ্গলে চলে যায় অজগরটি।
এদিকে অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঠো রাস্তার পাশে বসে আছে একটি বানর। তার গলায় শিকল বাঁধা। এ সময় সেখানে উপস্থিত হয় এক গোখরো সাপ।
আশ্চর্যের বিষয় হলো, সাপটিকে দেখে ভয় না পেয়ে তাকে নিয়ে খেলায় মেতে উঠে বানর। গোখরো সাপকে প্রথমে এক হাতে টেনে গলায় জড়িয়ে নেয় বানর। এরপর সাপটিকে অন্য দিকে ছুড়ে ফেলে দেয়।
ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, কী ভয়ংকর! বানরটি যে কামড় খায়নি এটাই তার ভাগ্য।
মন্তব্য করুন