কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে কোনো বৈষম্য হয় না : মোদি

বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য করা হয় না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোদিকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ‘আপনার দেশের মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘুর অধিকারের উন্নতি এবং বাকস্বাধীনতা বজায় রাখার জন্য আপনি কী পদক্ষেপ নিতে ইচ্ছুক?’ জবাবে মোদি বলেন, ‘এই উন্নতির প্রয়োজন নেই। আমাদের সংবিধান, সরকার এবং আমরা প্রমাণ করেছি যে গণতন্ত্র ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারি। সেখানে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নিয়ে বৈষম্যের কোনো স্থান নেই।’

এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে জড়ো হন বহু বিক্ষোভকারী। বিক্ষোভে অংশ নেওয়া ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের অ্যাডভোকেসি ডিরেক্টর অজিত সাহি বলেন, ‘মোদির ভাবা উচিত, কেন সংবাদ সম্মেলনে তাকে প্রথম প্রশ্নটি করা হয়েছিল। এটি সবার কাছে স্পষ্ট যে ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।’

অন্যদিকে সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেছেন, তিনি হোয়াইট হাউসে আলোচনার সময় মোদির সঙ্গে মানবাধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন।

এর আগে মোদির সঙ্গে আলোচনায় মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের ৭৫ সদস্য।

মার্কিন কংগ্রেস সদস্যরা ভারতের যেসব সমস্যার কথা উল্লেখ করেছিলেন, সেগুলোর মধ্যে ছিল—গণতন্ত্র হরণ, মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় অসহিষ্ণুতা ও সংকীর্ণতা, সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণের মতো বিষয়।

এক চিঠিতে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের সদস্যরা বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের যে সহযোগিতা চলছে, তাতে পূর্ণ সমর্থন রয়েছে তাদের। তবে তারা মনে করেন, বন্ধুর সঙ্গে কথাবার্তা স্পষ্ট হওয়া উচিত।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং নিম্নকক্ষের সদস্য ও ‘কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাস’-এর চেয়ারপারসন প্রমীলা জয়পাল প্রেসিডেন্ট বাইডেনকে এই চিঠি লেখেন। আর এতে স্বাক্ষর করেন উচ্চকক্ষ সিনেটের ১৮ সদস্য ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৫৭ সদস্য।

স্বাক্ষরকারীরা ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্য। তাদের মধ্যে গতবারের ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনও রয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে যান নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

ফের সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৬ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করবে বিএনপি : টুকু

ড. ইউনুস কি ভালো ভোট করতে পারবেন : মান্না

ষড়যন্ত্রকারীদের সতর্কবার্তা দিলেন আমিনুল হক

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

১০

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

১১

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

১২

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

১৩

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

১৪

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

১৫

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

১৬

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

১৭

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৮

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১৯

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

২০
X