প্রায় ৪৫ বছর পর বন্যার পানি আগ্রার তাজমহলের দেয়াল ছুঁয়েছে। যমুনার পানিতে স্মৃতিস্তম্ভটির পেছনের একটি বাগান ডুবে গেছে। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।
প্রতিবেদনে বলা হয়, টানা বর্ষণে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আগ্রার দশেরা ঘাটসংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। ইতিমাদ-উদ-দৌলার সমাধির বাইরের অংশেও পানি প্রবেশ করেছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কালা গুম্বাদ এবং চিনি কা রৌজার মতো স্মৃতিস্তম্ভগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) কর্মকর্তারা দাবি করছেন, এই স্মৃতিস্তম্ভগুলোর এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি এবং বন্যার পানি তাজমহলের তলদেশে প্রবেশ করেনি।
এএসআইয়ের সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী জানান, তাজমহলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রবল বন্যার সময়ও পানি মূল সমাধিতে প্রবেশ করতে পারে না। এর আগে ১৯৭৮ সালে যমুনার পানি তাজমহলের পেছনের দেয়ালে স্পর্শ করেছিল।
উল্লেখ্য, ১৯৭৮ সালে যমুনার পানির স্তর ৫০৮ ফুটে উঠেছিল। এটি আগ্রায় উচ্চস্তরের বন্যা ছিল। পানির স্তরটি তাজমহলের বাসাই ঘাট বুর্জের উত্তর দেয়ালে চিহ্নিত করা হয়েছে। এ সময় স্মৃতিসৌধের বেসমেন্টের ২২টি কক্ষে পানি প্রবেশ করেছিল।
মন্তব্য করুন