হরহামেশাই ডিভোর্সের ঘটনা ঘটছে। বিভিন্ন ইস্যু তুলে ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। যা শেষ অবধি ডিভোর্সে গড়াই। জরিপে দেখা গেছে এমন বিচ্ছেদের পেছনে অনেক সময় পরকীয়া প্রধান কারণ।
তবে কুরকুরে চিপস না আনায় যে বিচ্ছেদ হতে পারে তা কী কখনো ভেবেছেন। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায়।
স্ত্রীর পছন্দের চিপস আনতে ভুলে গেছেন স্বামী। আর এতেই রেগে বাপের বাড়ি চলে গেছেন ওই স্ত্রী। এখানেই শেষ না। রীতিমতো ডিভোর্স চেয়ে ছুটে গেছেন পুলিশের কাছেও।
মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ৫ রুপির কুরকুরে চিপস অনেক পছন্দের ওই স্ত্রীর। এজন্য তার অনুরোধ ছিল প্রত্যেক দিন যেন সেই চিপস আনা হয়। যা নিয়ে এর আগেও তাদের মধ্যে বিরোধ হয়েছিল। এবার সেই চিপসটি আনতে ভুলে যায় স্বামী। আর তা নিয়েই বাধে ঝগড়া। একপর্যায়ে পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। তিনি বলেন, তিনি স্বামীর কাছ থেকে ডিভোর্স চান।
যদিও এমন অভিযোগ শোনার পর অবশ্য পুলিশ এই দম্পতিকে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য রেফার করেছে।
জানা গেছে, গত বছরই বিয়ে হয়েছে ওই দম্পতির। তবে যুবতীর ডিভোর্সের দাবির বিপরীতে তাদের মতভেদ মেটানোর এবং সংসার রক্ষা করার প্রচেষ্টায় পুলিশের পক্ষ থেকে তাদের ফ্যামিলি কাউন্সেলিংয়ে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন