ভারতে একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৭ নবজাতক নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাতে সাড়ে ১১টার দিকে তারা হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পান। পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১২ নবজাতককে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তেবে তাদের মধ্যে সাত শিশু মারা যায়। এ ছাড়া বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
#WATCH | Delhi: A massive fire broke out at a New Born Baby Care Hospital in Vivek Vihar As per a Fire Officer, Fire was extinguished completely, 11-12 people were rescued and taken to hospital and further details are awaited. (Video source - Fire Department) https://t.co/lHzou6KkHH pic.twitter.com/pE95ffjm9p — ANI (@ANI) May 25, 2024
এদিকে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে সেখান থেকে উদ্ধার করে ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল রাতে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া শনিবার সন্ধ্যায় গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ২৭ জন নিহত হন। তাদের মধ্যে ৯ শিশুও রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন এই আগুন লাগে। এরপর দ্রুতই তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এরপর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, টিআরপি গেম জোনের মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। সব মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন।
মন্তব্য করুন