কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর হার! কাকে ভোট দিল জম্মু-কাশ্মীর?

জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। ছবি : সংগৃহীত
জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। ছবি : সংগৃহীত

লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফল সামনে আসার আগেই পরাজয় স্বীকার করে নিলেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের ৫ লোকসভা আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী ছিলেন তারা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বারামুলা লোকসভা আসন থেকে। আর মেহবুবা মুফতি লড়ছিলেন অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্র থেকে।

মঙ্গলবার (৪ জুন), লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফল সামনে আসার আগেই পরাজয় স্বীকার করে নিলেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি। বারামুলাতে কারাবন্দি নির্দলীয় প্রার্থী প্রাক্তন বিধায়ক আব্দুল রশিদ শেখের কাছে প্রায় ১ লাখ ৯৮ হাজারের বেশি ভোটে পিছিয়ে গিয়েছেন ওমর আবদুল্লাহ।

শেখ আব্দুল রশিদ একটি মামলায় বর্তমানে ভারতের তিহার জেলে বন্দি আছেন। অন্যদিকে, অনন্তনাগ-রাজৌরিতে, ন্যাশনাল কনফারেন্স-এর প্রার্থী মিয়াঁ আলতাফ আহমেদের কাছে ২ লাখ ৭৯ হাজার ভোটে পিছিয়ে মেহবুবা মুফতি।

জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা আসনের মধ্যে ২টিতে এগিয়ে রয়েছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দল, দুটিতে এগিয়ে আছে বিজেপি আর একটিতে নির্দলীয় প্রার্থী।

বুথফেরত সমীক্ষায় ওমর আবদুল্লার জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু, গোটা দেশের মতোই এখানেও ব্যর্থ বুথফেরত সমীক্ষা। শেখ আব্দুল রশিদ তিহার জেল থেকেই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার হয়ে প্রচার করেছিলেন তার ছেলে, আবরার রশিদ।

মঙ্গলবার বারামুলা আসনের ভোট গণনার শুরু থেকেই এগিয়ে যান কারাবন্দি নেতা। প্রতিটি রাউন্ড গণনার সঙ্গে সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়তে থাকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ন্যাশনাল কনফারেন্স দলের সহ-সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, “আমি মনে করি, এটা অনিবার্য হার মেনে নেওয়ার সময়। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রশিদকে অভিনন্দন।”

তিনি আরও বলেন, জয়ের ফলে শেখ আব্দুল রশিদ কারাগার থেকে দ্রুত মুক্তি পাবেন বলে আমি মনে করি না। উত্তর কাশ্মীরের জনগণও লোকসভায় তাদের প্রতিনিধিকে পাবেন না। এটা তাদের অধিকার। ভোটাররা তাদের মত প্রকাশ করেছেন, গণতন্ত্রে এটিই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির। দলের সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়াঁ আলতাফের বিরুদ্ধে অনেকটাই পিছিয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় মেহবুবা মুফতি লিখেছেন, “জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তারা কঠোর পরিশ্রম করেছেন, সমর্থন করেছেন।”

তিনি আরও বলেন, যারা আমায় ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা রইল। জয়-পরাজয় খেলারই অংশ এবং এতে আমাদের পথ বন্ধ হয়ে যাবে না। জয়ের জন্য মিয়াঁ সাহেবকে অভিনন্দন”।

এই দুই আসন ছাড়া, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ন্যাশনাল কনফারেন্সের আগা সৈয়দ রুহুল্লা মেহেদি এগিয়ে রয়েছেন। বিজেপি সাংসদ জুগল কিশোর শর্মা এবং জিতেন্দ্র সিং যথাক্রমে জম্মু ও উধমপুর আসন থেকে এগিয়ে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিসের দায়িত্বে ঝাড়ুদার 

আর চাপ সহ্য করতে পারলেন না ডলি

তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি 

এক নজরে দেখে নিন এশিয়া কাপে অংশগ্রহণকারী ছয় দলের স্কোয়াড

জনবল সংকট আর ঝুঁকিপূর্ণ ভবনে ধুঁকছে স্বাস্থ্যসেবা

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার 

জেনে নিন বাড়তি আয়ের ৫টি চমৎকার উপায়

সীমানা পুনর্নির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

১০

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

১১

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

১৩

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

১৪

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

১৫

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

১৬

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

১৭

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

১৮

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

১৯

আসছে বাহুবলি: দ্য এপিক

২০
X