শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবাননের প্রধানমন্ত্রীর অনুরোধ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি : সংগৃহীত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি : সংগৃহীত

লেবাননের নিরপরাধ জনগণকে বাঁচাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সদস্যদের কাছে করজোড় অনুরোধ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বৈঠকে দুঃখ ভারাক্রান্ত চেহারায় অনেকটা কাকুতি-মিনতির সুরে কথা বলেন তিনি।

ফ্রান্সের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের ওই জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব করেন। ফ্রান্সের এ প্রচেষ্টায় শরিক হয়েছিল যুক্তরাষ্ট্রও।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জরুরি বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, তার দেশে ইসরায়েলের বোমাবর্ষণে সোমবার থেকে তিন দিনে অন্তত ৬২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। নিরপরাধ মানুষ বাস্তুচ্যুত হয়ে পালাচ্ছে। ইসরায়েল আমাদের আকাশে তাদের যুদ্ধবিমান ও ড্রোন পাঠিয়ে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিমান বোমাবর্ষণ, ইলেকট্রনিক ডিভাইসে হামলা এবং স্থল আক্রমণের হুমকির কারণে লেবাননের নাগরিকদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে। এখনই উত্তেজনা প্রশমন জরুরি। আমি এই আগ্রাসন বন্ধ করার এবং আমার দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সম্মানের জন্য আপনাদের (নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র) স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ করছি।

নাজিব মিকাতি যখন এই বক্তব্য দিচ্ছেন তখনও লেবাননে ইসরায়েলি বিমান বোমা ফেলছিল। খবর আসে বুধবার তখন পর্যন্ত ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও পরিষদের হতাহতদের চিত্র তুলে ধরেন। তিনি জানান, এই প্রজন্মের লেবাননিরা সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করছে। জাতিসংঘ আর কোনো সংঘাত চায় না।

এ সময় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এতে সমর্থন দেয় ১২ দেশ। পরে এক যৌথ বিবৃতিতে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার। তাতে বলা হয়, পাল্টাপাল্টি হামলা আর ইসরায়েল বা লেবাননের জনগণের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ। সীমান্ত অঞ্চলে সংঘাত-শত্রুতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১০

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

১১

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

১২

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

১৩

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৪

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১৫

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

১৬

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

১৭

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

১৮

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

১৯

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

২০
X