কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবাননের প্রধানমন্ত্রীর অনুরোধ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি : সংগৃহীত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি : সংগৃহীত

লেবাননের নিরপরাধ জনগণকে বাঁচাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সদস্যদের কাছে করজোড় অনুরোধ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বৈঠকে দুঃখ ভারাক্রান্ত চেহারায় অনেকটা কাকুতি-মিনতির সুরে কথা বলেন তিনি।

ফ্রান্সের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের ওই জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব করেন। ফ্রান্সের এ প্রচেষ্টায় শরিক হয়েছিল যুক্তরাষ্ট্রও।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জরুরি বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, তার দেশে ইসরায়েলের বোমাবর্ষণে সোমবার থেকে তিন দিনে অন্তত ৬২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। নিরপরাধ মানুষ বাস্তুচ্যুত হয়ে পালাচ্ছে। ইসরায়েল আমাদের আকাশে তাদের যুদ্ধবিমান ও ড্রোন পাঠিয়ে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিমান বোমাবর্ষণ, ইলেকট্রনিক ডিভাইসে হামলা এবং স্থল আক্রমণের হুমকির কারণে লেবাননের নাগরিকদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে। এখনই উত্তেজনা প্রশমন জরুরি। আমি এই আগ্রাসন বন্ধ করার এবং আমার দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সম্মানের জন্য আপনাদের (নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র) স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ করছি।

নাজিব মিকাতি যখন এই বক্তব্য দিচ্ছেন তখনও লেবাননে ইসরায়েলি বিমান বোমা ফেলছিল। খবর আসে বুধবার তখন পর্যন্ত ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও পরিষদের হতাহতদের চিত্র তুলে ধরেন। তিনি জানান, এই প্রজন্মের লেবাননিরা সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করছে। জাতিসংঘ আর কোনো সংঘাত চায় না।

এ সময় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এতে সমর্থন দেয় ১২ দেশ। পরে এক যৌথ বিবৃতিতে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার। তাতে বলা হয়, পাল্টাপাল্টি হামলা আর ইসরায়েল বা লেবাননের জনগণের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ। সীমান্ত অঞ্চলে সংঘাত-শত্রুতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন

খুবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার

মুস্তাফিজ থাকলে বাড়তে পারে নিরাপত্তা ঝুঁকি—বিসিবিকে আইসিসির অদ্ভুত সতর্কতা

ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের দ্বারে ভারতের রিলায়েন্স

হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্র-জনতার ‘আজাদি মার্চ’

জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

ট্রেন-পিকআপ সংঘর্ষ, ৩ শ্রমিক নিহত

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন মঙ্গলবার 

১০

বলিউডে রানির তিন দশক

১১

দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির

১২

এয়ারগান দিয়ে পাখি শিকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

১৩

২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

১৪

যে ৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন

১৫

ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট খামেনির

১৬

বিএনপি শুধু স্বপ্ন দেখে না, বাস্তবায়নও করে দেখায় : রবিন

১৭

প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

দোকান থেকে যুবলীগ নেতা রবিন আটক

১৯

ভালোবাসা দিবসে আসছে সৌরভের ‘মেঘের বাড়ি’

২০
X