কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৪

গাজায় নিহত শিশুকে কোলে নিয়ে এক নারীর আর্তনাদ। ছবি : সংগৃহীত
গাজায় নিহত শিশুকে কোলে নিয়ে এক নারীর আর্তনাদ। ছবি : সংগৃহীত

গাজা ‍উপত্যকার একটি মসজিদ ও একটি স্কুলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা চালিয়েছে। হামলার নিক্ষিপ্ত গোলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৯৩ জন।

রোববার (৬ অক্টোবর) ভোরের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস।

মিডিয়া অফিসের তথ্যমতে, ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন। আল-আকসা হাসপাতালের নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে এ হামলা চালানো হয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, মসজিদে হামলায় নিহত হয়েছেন ২১ জন, বাকি ৩ জন নিহত হয়েছেন স্কুলে হামলার ঘটনায়। সেই সঙ্গে উভয় ঘটনায় আহত হয়েছেন ৯৩ জন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে গাজার আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাসাল।

রোববার (৬ অক্টোবর) পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এএফপিকে জানিয়েছে, হামাস ‘সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা’ চালানো হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ওই মসজিদ ও স্কুলটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে আইডিএফ।

আইডিএফ আরও জানায়, তাদের কাছে তথ্য রয়েছে গাজায় দেইর আল বালাহর সেই মসজিদ এবং স্কুলটিতে সাধারণ ফিলিস্তিনিদের ছদ্মবেশে হামাসের সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। তাদের অভিযানের প্রধান ও একমাত্র লক্ষ্য ছিল সন্ত্রাসীরা।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক বছরপূর্তির একদিন আগে চালানো হলো এই হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের ১ হাজার যোদ্ধা।

হামলার পর এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। তাদের মধ্যে এখনো শতাধিক জিম্মি হামাসের কব্জায় রয়েছেন।

এদিকে জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার।

সূত্র : এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

খুলনায় নবায়নযোগ্য শক্তিবিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার

জানাজায় ১০০ জন মুসল্লি হলে কি মৃত ব্যক্তির জন্য দোয়া কবুল হয়?

স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দুদকের মামলায় এস কে সুরের বিচার শুরু

কর্মীদের রেখে আমি কোথাও যাব না : যুবদল নেতা

র‍্যাবের সাবেক ডিজি হারুন পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ভোট চাচ্ছেন নেতাকর্মীরা

১০

উইকেটরক্ষক হওয়ার পেছনের গল্প জানালেন খালেদ মাসুদ পাইলট

১১

সাতক্ষীরায় গ্রিন ইনোভেশন ফেয়ার : তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে টেকসই উন্নয়নের বার্তা

১২

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন কচি

১৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মামলা

১৪

গভীর রাতে চায়ের আড্ডায় ধানের শীষের প্রচারণায় নজরুল ইসলাম আজাদ

১৫

ঢাকা ক্যাপিটালস দলে আসছে বড় পরিবর্তন!

১৬

৫ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াতসহ ৮ দল

১৭

হেফাজত আমিরের সঙ্গে বিএনপি প্রার্থীর সাক্ষাৎ

১৮

কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৯

ঢাবিতে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু

২০
X