কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত

লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (২৭ এপ্রিল) বৈরুতের দক্ষিণ উপশহরে এ হামলা চালনো হয়।

সোমবার (২৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের দাবি, লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত ভবনটি ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে ‘নির্ভুল-নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র’ সংরক্ষিত ছিল।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পাঁচ মাস আগে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরও দেশটি এ হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের মজুদ, যা দেশটি এবং তার নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করছিল।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতি আহ্বান জানান যাতে তারা যুদ্ধবিরতির গ্যারান্টার হিসেবে ইসরায়েলকে তার হামলা বন্ধ করতে বাধ্য করে।

আলজাজিরা জানিয়েছে, বৈরুতের দক্ষিণের দাহিয়েহ অঞ্চলে প্রায় এক মাসের মধ্যে এটি প্রথম হামলা। এ অঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। যদিও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, ইসরায়েল প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে, তবে ইসরায়েল একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে বিমান হামলা এবং ড্রোন নজরদারি।

বার্তাসংস্থা রয়টার্সের সরাসরি সম্প্রচারে দেখা যায়, হামলার পর হাদাথ এলাকার লক্ষ্যবস্তু ভবন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হিজবুল্লাহকে শক্তিশালী হতে দেওয়া হবে না। এ ছাড়া বৈরুতের দাহিয়েহ এলাকা হিজবুল্লাহর নিরাপদ আশ্রয়স্থল হতে পারবে না।

জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস-প্লাসচেয়ার্ট বলেন, এই হামলা মানুষের মধ্যে ‘আশঙ্কা ও আতঙ্ক’ ছড়িয়ে দিয়েছে। তিনি উভয় পক্ষকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান যা যুদ্ধবিরতির পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

তোপের মুখে স্বাধীন খসরু

দুটির বদলে একটি মিষ্টি পেয়ে মন্ত্রীকে ফোন, অতঃপর...

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

১০

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

১১

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

১২

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

১৩

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

১৪

বাড়ল আকরিক লোহার দাম 

১৫

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

১৬

কাঁচা মাছ চিবিয়ে খান তিনি

১৭

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

১৮

পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন, নেপথ্যে কী?

১৯

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

২০
X