কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত

লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (২৭ এপ্রিল) বৈরুতের দক্ষিণ উপশহরে এ হামলা চালনো হয়।

সোমবার (২৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের দাবি, লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত ভবনটি ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে ‘নির্ভুল-নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র’ সংরক্ষিত ছিল।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পাঁচ মাস আগে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরও দেশটি এ হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের মজুদ, যা দেশটি এবং তার নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করছিল।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতি আহ্বান জানান যাতে তারা যুদ্ধবিরতির গ্যারান্টার হিসেবে ইসরায়েলকে তার হামলা বন্ধ করতে বাধ্য করে।

আলজাজিরা জানিয়েছে, বৈরুতের দক্ষিণের দাহিয়েহ অঞ্চলে প্রায় এক মাসের মধ্যে এটি প্রথম হামলা। এ অঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। যদিও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, ইসরায়েল প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে, তবে ইসরায়েল একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে বিমান হামলা এবং ড্রোন নজরদারি।

বার্তাসংস্থা রয়টার্সের সরাসরি সম্প্রচারে দেখা যায়, হামলার পর হাদাথ এলাকার লক্ষ্যবস্তু ভবন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হিজবুল্লাহকে শক্তিশালী হতে দেওয়া হবে না। এ ছাড়া বৈরুতের দাহিয়েহ এলাকা হিজবুল্লাহর নিরাপদ আশ্রয়স্থল হতে পারবে না।

জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস-প্লাসচেয়ার্ট বলেন, এই হামলা মানুষের মধ্যে ‘আশঙ্কা ও আতঙ্ক’ ছড়িয়ে দিয়েছে। তিনি উভয় পক্ষকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান যা যুদ্ধবিরতির পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১১

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১২

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

১৩

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

১৪

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১৫

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

১৭

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

১৮

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

১৯

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

২০
X