কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সমর্থনে পশ্চিম তীর দখলের ডাক দিল ইসরায়েল

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ প্রথমবারের মতো ফিলিস্তিনিদের অধ্যুষিত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের দখলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি ইসরায়েলের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে তার বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছেন। তার আশা, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে পূর্ণ সমর্থন প্রদান করবে।

সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় বেজালেল বলেন, ‘ট্রাম্পের জয় ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।’ তার মতে, পশ্চিম তীর পুরোপুরি দখলে নিলে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বিলীন হয়ে যাবে এবং এতে ইসরায়েল দেশটির নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার গত মে মাসে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন।

প্রসঙ্গত, এ প্রস্তাব এমন একটি সময়েই এসেছে, যখন ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ দখল করে রেখেছে এবং সেখানে বসতি স্থাপন অব্যাহত রেখেছে। ’৯০-এর দশকে কিছু শান্তিচুক্তির মাধ্যমে ইসরায়েল বসতি স্থাপন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সেগুলো বাস্তবায়িত হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পশ্চিম তীরকে নিজেদের স্বাধীন রাষ্ট্রের ভিত্তি হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু ইসরায়েলের এই নতুন পদক্ষেপ তাদের সেই স্বপ্নের উপর আরও একটি বড় আঘাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল : আজাদ

আপনার মোবাইল ফোন সুরক্ষিত তো?

রাতেই ফারুকীর জটিল অস্ত্রোপচার হতে পারে

খাবার খেলেই ঢেঁকুর ওঠে, এই অভ্যাস ভালো না খারাপ?

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন : এ্যানি

চবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই চাকরি ছাড়লেন কর্মী

কুয়েতে ভেজাল মদে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি গ্রেপ্তার

১০

ছাত্রশিবিরের ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে

১১

এআই-এর সহায়তায় দুই মাসে ১০ কেজি ওজন কমালেন তরুণী!

১২

কনটেইনারবাহী গাড়িতে পালাচ্ছিলেন পুলিশ কোপানো মামলার প্রধান আসামি

১৩

মহাখালীর পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

১৪

মাছ ধরতে গিয়ে খালে মিলল ৬ গ্রেনেড

১৫

ভারতের সর্বনাশে বাংলাদেশের ‘পৌষ মাস’

১৬

বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে

১৭

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৭০০

১৮

দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে : তারেক রহমান

১৯

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নাবিল গ্রুপের খাদ্য সহায়তা

২০
X