কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরব যেভাবে হচ্ছে ‘পাপের রাজধানী’

সৌদি আরবের মঞ্চে জেনিফার লোপেজের পারফরম্যান্স। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মঞ্চে জেনিফার লোপেজের পারফরম্যান্স। ছবি : সংগৃহীত

যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে হটিয়ে ২০১৭ সালে সৌদি আরবের রাজপরিবারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন মোহাম্মদ বিন সালমান। সে সময় রাজকীয় ডিক্রির মাধ্যমে যুবরাজের সকল ক্ষমতা তার ওপর ন্যস্ত করেন তার বাবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

এরপরই সৌদি আরবের খোলস পাল্টে দিতে উঠে পড়ে লেগেছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত এই যুবরাজ। রক্ষণশীল সৌদি সমাজে আসে একের পর এক অবিশ্বাস্য পরিবর্তন। সমালোচকরা বলতে শুরু করেন আধুনিকতায় গা ভাসাতে গিয়ে পাপের রাজধানী হয়ে উঠছে ইসলামের এ পুণ্যভূমি।

যুবরাজের পাশাপাশি সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পাওয়ার পর থেকেই তেলনির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবকে বের করে আনতে বেশ কিছু পদক্ষেপ নেন বিন সালমান। যার শুরুতেই বলা যায় পর্যটন উন্মুক্ত করা। শুধু তাই নয় পর্যটন আকৃষ্ট করতে ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে সিনেমা হল ও ‘নাইট ক্লাব’ চালু করা হয়েছে। চলতি বছর দেশটিতে চালু করা হয়েছে মদের বার, যদিও এখানে প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন।

বর্তমানে আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে সৌদি আরবে। যার থেকে চলতি বছরের প্রথম ৯ মাসে দেশটি আয় করেছে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার কোটি টাকারও বেশি! এসবের মধ্যেই দেশটিতে অবাধে প্রবেশ করছে পশ্চিমা সংস্কৃতি। ইদানিং সৌদি আরবের বিভিন্ন স্থানে কনসার্ট আয়োজন একেবারেই ডালভাতে পরিণত হয়েছে, যা এক দশক আকে কল্পনাতেও আনা যেত না।

সমালোচনা উসকে দিয়ে সম্প্রতি দেশটিতে পালন করা হয়েছে হ্যালোইন। যাতে সৌদি আরবের নারী ও পুরুষদের বিভিন্ন অদ্ভূত সাজে অংশ নিতে দেখা যায়। রক্ষণশীল নাগরিক ও ধর্মবেত্তারা বলছেন এ ধরণের অনুষ্ঠান ইসলাম ও সৌদি সংস্কৃতির সঙ্গে একেবারেই বেমানান। এ ঘটনার পর দেশজুড়ে সমালোচনায় মেতে উঠেন সৌদি নাগরিকরা।

সম্প্রতি আরও একটি আপত্তিকর কাণ্ড ঘটেছে মধ্যপ্রাচ্যের সুন্নি অধ্যুষিত দেশটিতে। রাজধানী রিয়াদে লেবানিজ ফ্যাশক আইকন এলি সাব নির্দেশনায় আয়োজন করা হয় জমকালো এক ফ্যাশন শো’র। এতে মুসলিমদের পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয় মঞ্চ, যার সামনে নাচ পরিবেশ করেন প্রায় অর্ধনগ্ন শিল্পীরা। এরপরই বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় মেতে উঠেন মুসলিমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১০

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১১

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১২

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৩

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৪

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৫

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৬

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৭

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৮

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৯

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

২০
X