কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘উপহার’ দিয়ে জিম্মিদের ছাড়লেন ফিলিস্তিনিরা

উপহারের ব্যাগ ও সনদ হাতে ছবির জন্য পোজ দিচ্ছেন তিন ইসরায়েলি জিম্মি। ছবি: এএফপি
উপহারের ব্যাগ ও সনদ হাতে ছবির জন্য পোজ দিচ্ছেন তিন ইসরায়েলি জিম্মি। ছবি: এএফপি

দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল।

রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন তিন ইসরায়েলি বেসামরিক নারী, যারা অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দি ছিলেন।

মুক্তির সময়, প্রত্যেকের হাতে হামাস একটি করে ‘উপহার’ দেয়। এই উপহারের ব্যাগে ছিল গাজা উপত্যকার একটি মানচিত্র, বন্দি অবস্থায় তাদের তোলা ছবি এবং একটি সনদ, যেখানে বড় করে লেখা ছিল ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

সোমবার (২০ জানুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মুক্তি পাওয়া তিন নারীর নাম এমিলি ডামারি, রোমি গোনেন ও ডোরন স্টাইনব্রেগার। এমিলি ও রোমি একইসঙ্গে বন্দি ছিলেন।

হামাস তাদের হাতে ‘উপহারের ব্যাগ’ তুলে দেওয়ার আগে একটি অনুষ্ঠান আয়োজন করে, যেখানে তাদের হাসিমুখে ছবি তোলা হয়। সনদে আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের সদস্যরা স্বাক্ষর করেন এবং পরবর্তীতে, যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে, জিম্মিদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই উপহার এবং ছবির ঘটনা হামাসের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত নেতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দাবি করেছে যে, জিম্মিরা তাদের ইচ্ছের বিরুদ্ধে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছেন। তারা মন্তব্য করেছেন, হাসিমুখে ছবি তোলার সময় জিম্মিরা আসলে তাদের স্বাধীনতা ফিরে পাওয়ার আনন্দে না, বরং এক ধরনের চাপের মধ্যে ছিলেন।

অন্যদিকে, সামাজিক গণমাধ্যমে এ ঘটনাটি নিয়ে সমালোচনা চলছে। কিছু মানুষ এটিকে ‘অসুস্থ মানসিকতার উদাহরণ’ ও ‘নির্মমতার নতুন সংজ্ঞা’ হিসেবে অভিহিত করেছেন, তবে হামাসের সমর্থকদের একটি অংশ এই পদক্ষেপকে প্রশংসা করেছে। উপহার দেওয়া ও ছবি তোলার ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র অঙ্গ সংগঠন এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড।

এ ঘটনায় আলোচনার মধ্যে রয়েছে মানসিক যুদ্ধ এবং যুদ্ধের নৈতিকতা সংক্রান্ত প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট সিলেটে

যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা

দলীয় ১০০ রান বাংলাদেশের, বাকি আর ২০ ওভার

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, যা বলছে কর্তৃপক্ষ

শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লেখা হবে : উপদেষ্টা আসিফ

শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিত

আরও দুই প্রীতি ম্যাচ চূড়ান্ত ব্রাজিলের, জেনে নিন কবে কার বিপক্ষে

চুল কাটাতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

অজুর পর প্রস্রাবের ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন

এক রক আইকনের গল্প

১০

আওয়ামী ফ্যাসিস্টরা ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে : সালাহউদ্দিন

১১

নেতানিয়াহুর সঙ্গে শান্তিতে নোবেলজয়ী মাচাদোর ফোনালাপ, কী কথা হলো

১২

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

১৩

মিরপুরে কেন এই ‘কালো পিচ’

১৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

১৫

দাবি আদায়ে শিক্ষকদের সঙ্গে থাকবে গণঅধিকার পরিষদ : রাশেদ

১৬

কালবেলার বর্ষপূর্তিতে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার, ইতিবাচক বলছেন ৮০ ভাগ নেটিজেন

১৮

নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

১৯

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

২০
X