কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে উটের দৌড় প্রতিযোগিতায় আগ্রহী হয়ে উঠছে নারীরা

সৌদি সরকারের উদ্যোগে নারীদের উটের দৌড় প্রতিযোগিতাসহ আরও অন্যান্য ক্ষেত্রে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
সৌদি সরকারের উদ্যোগে নারীদের উটের দৌড় প্রতিযোগিতাসহ আরও অন্যান্য ক্ষেত্রে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

সৌদি আরবে উটের দৌড় প্রতিযোগিতা একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা, যা শতাব্দী ধরে আরব সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত। এ প্রতিযোগিতায় সাধারণত উটদের দক্ষতা ও দ্রুততা পরীক্ষিত হয়। সৌদি আরবে উটের দৌড় প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ আগে কিছুটা সীমিত ছিল। সম্প্রতি সৌদি আরবে উটের দৌড় প্রতিযোগিতায় কয়েক বছর ধরে নারীদের আগ্রহ বেড়েছে এবং তাদের অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পেয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগের তুলনায় এই প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ দ্বিগুণ বেড়েছে।

২০২৫ সালের কাস্টোডিয়ান অব দ্য টু হোলি মস্ক ক্যামেল ফেস্টিভ্যাল গত ২৭ জানুয়ারি রিয়াদে শুরু হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, এই বছরের উৎসবে নারীদের অংশগ্রহণ ২০২৪ সালের তুলনায় দ্বিগুণ বেড়েছে। এর ফলস্বরূপ, আয়োজক কমিটি এই বছর নতুন একটি রেস যোগ করেছে, যেখানে ১৮ জন সৌদি নারী উট সওয়ারী হিসেবে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক অংশগ্রহণ ও পুরস্কার বৃদ্ধি

সৌদি ক্যামেল ফেডারেশন আয়োজিত এই উৎসব ১০ দিনব্যাপী চলছে এবং ৫ ফেব্রুয়ারি শেষ হবে। গত বছর ৯টি দেশের ১৫ নারী অংশ নিয়েছিলেন, কিন্তু এবার ১৩টি দেশ থেকে ৩০ নারী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে- আলজেরিয়া, বাহরাইন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ওমান, কাতার, পোল্যান্ড, সৌদি আরব, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং ইয়েমেন।

নারীদের অংশগ্রহণের পাশাপাশি, পুরস্কারের পরিমাণও বেড়েছে। গত বছর নারীদের জন্য নির্ধারিত পুরস্কারের পরিমাণ ছিল ১,৮৮,০০০ সৌদি রিয়াল, যা এই বছর বেড়ে ৩,৭৬,০০০ সৌদি রিয়াল হয়ে গেছে। প্রথম স্থান অধিকারী নারী সওয়ারী পাবেন ৬০,০০০ সৌদি রিয়াল।

বিশ্বের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা

উট দৌড়ের এই উৎসব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট হিসেবে পরিচিত এবং এবারের উৎসবে মোট পুরস্কারের পরিমাণ ৭০ মিলিয়ন সৌদি রিয়াল, যা প্রতিযোগীদের জন্য একটি বড় প্রণোদনা।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণের নতুন দিগন্ত

সৌদি আরবে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। উট দৌড়ের মতো ঐতিহ্যবাহী খেলায় নারীদের অংশগ্রহণ সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে, যা নারীদের ক্ষমতায়ন এবং সমান অধিকার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছাত্র ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি’

বিপজ্জনক মধ্যপ্রাচ্য, যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু 

কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদ গ্রেপ্তার

আপিল বিভাগের রায়ে তারেক রহমান নির্দোষ প্রমাণিত: কায়সার কামাল

যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ 

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আর্জেন্টিনায় ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত 

সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার

ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

চিকার বিষ্ঠা মাখানো ভাত খেতে হয়েছিল জাহিদ হাসানকে

১০

নুর ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

১১

‘বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ’

১২

গাজায় গণহত্যা ঠেকাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের 

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল

১৪

ঢাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

১৫

বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস, নতুন আশঙ্কা 

১৬

অনুকূল পরিবেশ হারাচ্ছে প্রকৃতির বন্ধু ফড়িং

১৭

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক রহমানসহ সব আসামির খালাসের রায় বহাল

১৮

যে ফল খেলে অধিকাংশ রোগ দূরে থাকবে

১৯

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০
X