শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু, অভিযোগ বিরোধী নেতার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান (ডানে)। ছবি : সংগৃহীত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান (ডানে)। ছবি : সংগৃহীত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধকে থামানোর কোনও ইচ্ছা পোষণ করেন না। বরং তিনি চান এই যুদ্ধ চিরকাল চলুক, কারণ এটি তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে।

ইসরায়েলি ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান এ কথা বলেছেন। গোলান মনে করেন, নেতানিয়াহুর কাছে গাজার পরিস্থিতি যতটুকু মানুষের জীবন-মৃত্যু কিংবা যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ এবং ক্ষমতা ধরে রাখা।

বিরোধী নেতা গোলান ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক মারিভকে বলেন, নেতানিয়াহু ক্রমাগতভাবে ইসরায়েলের নাগরিকদের উপরে চাপ সৃষ্টি করতে চাইছেন, যাতে জরুরি অবস্থা এবং ক্রমাগত অশান্তির মধ্যে তারা থাকতে পারে। কারণ এটি তাকে রাজনৈতিকভাবে উপকারে আসে।

তিনি আরও বলেন, কত সৈন্য মারা গেছে, বা যেসব মানুষ গাজায় আটকে আছেন তাদের জীবন নিয়ে নেতানিয়াহুর কোনো ভাবনা নেই। তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার রাজনৈতিক লাভ।

গোলান জানান, এই যুদ্ধের মাধ্যমে নেতানিয়াহু তার ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রয়োজন পূরণ করতে চান, আর তাই তিনি যুদ্ধ থামাতে চান না।

গোলান আরো দাবি করেন, নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসতে চাইছেন না। তিনি বলেন, ইসরায়েল একটি চুক্তি সই করেছিল, যা অনুযায়ী প্রথম পর্যায়ের ১৬তম দিনে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার কথা ছিল। তবে ইসরায়েল সেই আলোচনা এড়িয়ে যাচ্ছে।

নেতানিয়াহুর এই অবস্থানকে সমর্থন না করে গোলান বলেছেন, যারা জিম্মিদের মুক্তি চায়, তাদেরকে একটি সহজ ব্যাপার বুঝতে হবে— আমাদের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে এবং গাজা উপত্যকার বেশিরভাগ অংশ থেকে সরে যেতে হবে।

গোলান এর আগেও ইসরায়েলের বর্তমান সরকারের নীতি এবং নেতানিয়াহুর পদক্ষেপের বিরুদ্ধে একাধিকবার মত প্রকাশ করেছেন। এর ফলে গাজার যুদ্ধের পরিস্থিতি এবং সেই সংক্রান্ত আলোচনার জন্য নেতানিয়াহুর অবস্থানকে নিয়ে বিরোধী নেতাদের মধ্যে ক্রমাগত সমালোচনা দেখা গেছে।

এই পরিস্থিতি তীব্র হওয়ায়, ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর এই কার্যকলাপ আরও বড় প্রশ্ন তুলছে। যেভাবে তিনি যুদ্ধের সময়কালে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছেন, তাতে ভবিষ্যতে আরও বড় বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১০

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১১

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১২

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৩

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৪

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৫

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৬

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৭

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৮

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৯

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

২০
X