কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ল ফিলিস্তিনপন্থিরা, অতঃপর...

সামরিক ঘাঁটিতে থাকা বিমান। ছবি : সংগৃহীত
সামরিক ঘাঁটিতে থাকা বিমান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতিবাদে বিভিন্ন দেশে শুক্রবার বিক্ষোভ পালিত হয়েছে। ইরান, যুক্তরাজ্য, ইরাক লেবাননসহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি পালনকালে ফিলিস্তিনপন্থিরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় দুটি বিমানে হামলা করে আন্দোলনকারীরা।

শুক্রবার (২০ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের মধ্যাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটিতে প্রবেশ করে দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেছে বিক্ষোভকারীরা। যুক্তরাজ্য সরকারের গাজা যুদ্ধে ইসরায়েলের সমর্থনের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভকারী প্ল্যাটফর্ম প্যালেস্টাইন অ্যাকশন জানিয়েছে, তাদের দুই সদস্য অক্সফোর্ডশায়ারের আরএএফ ব্রিজ নর্টন সামরিক ঘাঁটিতে প্রবেশ করে ভয়েজার বিমানের ইঞ্জিনে লাল রঙ স্প্রে করে এবং ক্রাউবার দিয়ে আক্রমণ করে।

গ্রুপটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা সত্ত্বেও ব্রিটেন সামরিক পণ্য পাঠানো, গাজার উপর গুপ্তচর বিমান উড়ানো এবং মার্কিন/ইসরায়েলি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। তারা এক্স-এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটেন শুধু সহযোগী নয়, এটি গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাপরাধে সক্রিয় অংশগ্রহণকারী।

ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি ব্রিজ নর্টন ঘাঁটির মধ্যে বৈদ্যুতিক স্কুটারে দ্রুত চলাচল করছে। তাদের একজন পুনর্ব্যবহৃত ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে বিমানের টারবাইন ইঞ্জিনে লাল রঙ স্প্রে করছে।

গ্রুপটি জানিয়েছে, লাল রঙ ‘ফিলিস্তিনি রক্তপাতের প্রতীক’ হিসেবে রানওয়েতে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে একটি ফিলিস্তিনি পতাকা রেখে আসা হয়েছে। তারা আরও দাবি করেছে যে, কর্মীরা সামরিক ঘাঁটি থেকে অচিহ্নিতভাবে বেরিয়ে যেতে এবং গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক্স-এ এক পোস্টে এই ‘ভাঙচুর’কে ন্যক্কারজনক বলে নিন্দা করেছেন। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমাদের সশস্ত্র বাহিনী ব্রিটেনের শ্রেষ্ঠ প্রতিনিধিত্ব করে। তারা আমাদের জন্য তাদের জীবন বিপন্ন করে এবং তাদের কর্তব্য, নিষ্ঠা এবং নিঃস্বার্থ ব্যক্তিগত ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। তাদের সমর্থন করা আমাদের দায়িত্ব।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এ ঘটনার তদন্ত এবং দেশের সামরিক ঘাঁটিগুলোতে বৃহত্তর নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশী কোম্পানীকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১০

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১১

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১২

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৪

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৫

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১৬

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

১৭

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৮

খাঁচা থেকে সিংহ পালানোর ঘটনায় তদন্ত কমিটি

১৯

ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

২০
X