কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জেরুজালেমে নিয়ন্ত্রণ বাড়াতে কোটি কোটি ডলার খরচের ঘোষণা ইসরায়েলের

পুরোনো ছবি
পুরোনো ছবি

অধিকৃত পূর্ব জেরুজালেমে নিয়ন্ত্রণ জোরদারের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য একটি বাজেট পরিকল্পনা উন্মোচন করেছে ইসরায়েলি সরকার। ফিলিস্তিনে প্রথমবারের মতো সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগের কয়েক দিন পর গতকাল রোববার (২০ আগস্ট) এক বিবৃতিতে বাজেট পরিকল্পনা উন্মোচনের কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি সরকারের বিবৃতি অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৮ সালের মধ্যে পূর্ব জেরুজালেমে বিনিয়োগের জন্য ৮৪ দশমিক ৩ কোটি মার্কিন ডলার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্ব জেরুজালেমে সামাজিক বৈষম্য দূর ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এই বিনিয়োগ করা হবে।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সরকারের এই সিদ্ধান্ত জেরুজালেমের ভাগ্য বদলে দেবে। এটি উচ্চ বিদ্যালয় থেকে ডিপ্লোমা নেওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে ভূমিকা রাখবে।

পূর্ব জেরুজালেমের স্কুলগুলোতে ফিলিস্তিনি পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের পড়ানো হলেও সেখানে ইসরায়েলি পাঠ্যক্রম নিয়ে আসার পাঁয়তারা করছে ইসরায়লের উগ্র-ডানপন্থি সরকার। তবে ইসরায়েলি সরকারের এমন তৎপরতার বিরুদ্ধে লড়াই করে আসছে ফিলিস্তিন।

এর আগে গত ১২ আগস্ট প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দেয় সৌদি আরব। সৌদি রাষ্ট্রদূতকে ফিলিস্তিনে স্বাগতও জানান ফিলিস্তিনি কর্মকর্তারা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরা জানায়, গত ১২ আগস্ট ফিলিস্তিনের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি গ্রহণ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি। তিনি জর্ডানে নিযুক্ত সৌদির বর্তমান রাষ্ট্রদূত। এখন জর্ডানের পাশাপাশি জেরুজালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন। এতদিন ফিলিস্তিন সম্পর্কিত সব ধরনের কাজ জর্ডানের সৌদি দূতাবাস দেখভাল করে আসছিল।

আল-খালিদি বলেন, ‘সৌদির এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। এটি দুদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’ শুধু আল-খালিদি নয় সৌদি আরবের পক্ষ থেকেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে।

এ বিষয়ে ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেন, ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ অধিকৃত পশ্চিম তীরে সৌদি আরবের সরকারি অফিস নির্মাণের একটি পদক্ষেপ। এটি এই বার্তাও দেয় সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য একটি পূর্ণ সার্বভৌম রাষ্ট্রের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

বিপাকে স্বরা ভাস্কর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১০

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১১

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১২

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১৩

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১৪

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৫

মোদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৬

কেবিন ক্রুদের আসল কাজ কী

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

১৯

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

২০
X