কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৩১ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি ভেস্তে গেল কেন? প্রকাশ্যে এলো আসল কারণ

যুদ্ধবিরতির চুক্তি ভাঙার কারণ
ইসরায়েলের বিমান হামলার পর ধসে পড়া এক ভবন। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে পৌঁছেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) সেহরির সময় ভোররাতে গাজা উপত্যকার একাধিক স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা।

ইসরায়েলের হামলা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মেদ জাকুত সংবাদ সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত কয়েক শতাধিক মানুষের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং তিন মধ্যস্থতাকারী দেশ—যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের ব্যাপক প্রচেষ্টায় গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের যুদ্ধকালীন সরকার ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুসারে, ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়।

প্রসঙ্গত, এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজায় ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের ইতি টেনেছিল ইসরায়েল। ভয়াবহ সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে যে অতর্কিত হামলা চালিয়েছিল হামাসের যোদ্ধারা, সেই হামলার জবাব দিতে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারে এ অভিযান শুরু করেছিল ইসরায়েল।

চুক্তির কাঠামো ও বাস্তবায়ন

যে চুক্তির ভিত্তিতে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল, সেটি তিনটি পর্বে বিভক্ত ছিল:

প্রথম স্তর : হামাসের কব্জায় থাকা জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা বন্দিদের বিনিময়ের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ স্বাভাবিক করার শর্ত ছিল।

দ্বিতীয় স্তর : অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং গাজা থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে।

তৃতীয় স্তর : দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হবে।

প্রথম ধাপের মেয়াদ ছিল ছয় সপ্তাহ, যা সম্প্রতি শেষ হয়েছে। তবে দ্বিতীয় পর্বের বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দেখা দেয়। হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার চাইছিল, অন্যদিকে ইসরায়েলের আশঙ্কা ছিল যে, সেনা প্রত্যাহার করলে হামাস আবার সংগঠিত হয়ে ভবিষ্যতে ইসরায়েলে হামলা চালাতে পারে।

যুদ্ধবিরতি চুক্তি কেন ভেস্তে গেল?

ইসরায়েলি সেনা প্রত্যাহারে মতবিরোধ : হামাস দাবি করেছিল, ইসরায়েলকে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। তবে ইসরায়েল মনে করছিল, এটি করলে হামাস পুনরায় সংগঠিত হয়ে ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে।

বন্দি বিনিময় ও জিম্মিদের পরিস্থিতি : সম্প্রতি হামাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এবং ইসরায়েলি বাহিনীর সেনা সদস্য ইদান আলেক্সান্ডারসহ চারজন দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দেয় ইসরায়েলকে। ইসরায়েল দাবি করে, হামাস ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করেছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে।

যুক্তরাষ্ট্রের ভূমিকা : বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়াতে চেয়েছিল, কিন্তু পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করতে আগ্রহী ছিল না। এছাড়া, হামাস যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেটিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় প্রত্যাখ্যান করে।

মানবিক সহায়তা বন্ধ করা : হামাসকে চাপে ফেলতে ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যা এখনো পর্যন্ত চলমান রয়েছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও যুদ্ধবিরতির ভেস্তে যাওয়ার একটি বড় কারণ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং ডানপন্থি জোটকে ধরে রাখতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি জনগণের চাওয়া উপেক্ষা করে চুক্তি বাস্তবায়ন না করার নীতি অনুসরণ করছেন।

যুদ্ধবিরতির সমাপ্তি ও বর্তমান পরিস্থিতি

সোমবার (১৭ মার্চ) রাতে ইসরায়েলি সেনারা গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ শর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে, ১৯ জানুয়ারি যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা কার্যত শেষ হয়ে গেছে।

মানবিক সংকটের ভয়াবহতা

এদিকে গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান হামলা ও অবরোধের কারণে খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যদি দ্রুত কোনো সমাধান না আসে, তাহলে গাজায় আরও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। নিরীহ ফিলিস্তিনিরা জীবন হারাচ্ছে, যারা বেঁচে আছেন তারা ভয়ংকর মানসিক ট্রমার শিকার হচ্ছেন। যুদ্ধবিরতির ব্যর্থতা গাজাকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

সূত্র : এএফপি ও রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা : ইউটিএল

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি : টুকু

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

১০

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স 

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

১২

জানা গেল লাল টি-শার্ট পরা সেই যুবকের পরিচয়

১৩

আসছে রাহাত-রুবাইয়াতের ‘তুমি আমার প্রেম পিয়াসা’

১৪

লাল টি-শার্ট পরা যুবক ডিবির কেউ নয় : ডিএমপির ডিবিপ্রধান 

১৫

জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

১৬

রিউমর স্ক্যানার / নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি 

১৭

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

১৮

গুগলের নতুন এআই মোড ব্যবহার করবেন যেভাবে

১৯

অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

২০
X