কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি

লেবাননে ভয়াবহ বিমান হামলা

গত নভেম্বরের যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। ছবি : সংগৃহীত
গত নভেম্বরের যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। ছবি : সংগৃহীত

লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট হামলার পর এই আক্রমণ চালানো হয়। খবর বিবিসির।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার ও একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে এবং আহত হয়েছে ৪০ জন।

লেবাননে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যার মধ্যে হিজবুল্লাহ ও বিভিন্ন ফিলিস্তিনি সংগঠন রয়েছে। তবে শনিবারের হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

প্রথম দফার হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েল দ্বিতীয় দফায় রাতের বেলায় আরও হামলা চালায়। এতে লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর কমান্ড সেন্টার, সামরিক স্থাপনা ও অস্ত্রগুদাম।

লেবানন থেকে রকেট হামলার কয়েকদিন আগেই ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করে। ইসরায়েল জানিয়েছে, শনিবারের হামলায় তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা এ রকেট হামলার সঙ্গে জড়িত নয় এবং যুদ্ধবিরতি মেনে চলবে। লেবাননের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে তিনটি রকেট লঞ্চার নিষ্ক্রিয় করেছে বলে জানায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির ওপর এই সংঘর্ষ নতুন করে চাপ সৃষ্টি করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, লেবাননের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করবে, যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালাতে না পারে। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননের সেনাবাহিনী এখনো পুরোপুরি মোতায়েন হয়নি এবং নিরাপত্তার স্বার্থে তারা সীমান্ত এলাকায় অবস্থান অব্যাহত রাখবে।

হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের সরকার বলছে, ইসরায়েলের সেনারা এখনো দক্ষিণ লেবাননের পাঁচটি অঞ্চলে অবস্থান করছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধবিরতির চুক্তির বিপরীত।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন উদ্বেগ প্রকাশ করে বলেছে, পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এবং উভয়পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ওপর ইসরায়েলি হামলার পরের দিন থেকেই হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়। এতে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে ১৮৯ বিচারককে বদলি

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

১০

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

১১

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

১৩

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

১৪

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

১৫

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১৬

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১৭

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১৮

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১৯

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

২০
X