কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক যান। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক যান। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা জোরদারের প্রস্তাব দিলেও হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়্যা এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আংশিক চুক্তি আমরা মানব না।

ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী, ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জিম্মিকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস দাবি করেছে, সব ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির শর্তে আলোচনা করতে প্রস্তুত তারা। বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি নাগরিক আটক রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, এখনই সময় হামাসের বিরুদ্ধে ‘জাহান্নামের দরজা খুলে দেওয়ার’। গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলায় গাজার আল-মাওয়াসি এলাকায় অন্তত ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ বাস্তুচ্যুত নারী ও শিশু। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর তাঁবুতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

গাজায় ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ত্রাণ সহায়তা প্রায় বন্ধ হওয়ার পথে। ১২টি আন্তর্জাতিক সাহায্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, গাজায় মানবিক ব্যবস্থা ধসে পড়তে চলেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের চাপে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং সাহায্যের কোনো ঘাটতি নেই।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

১০

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

১১

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১২

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

১৩

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

১৪

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

১৬

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১৭

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১৮

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১৯

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

২০
X