কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক যান। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক যান। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা জোরদারের প্রস্তাব দিলেও হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়্যা এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আংশিক চুক্তি আমরা মানব না।

ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী, ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জিম্মিকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস দাবি করেছে, সব ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির শর্তে আলোচনা করতে প্রস্তুত তারা। বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি নাগরিক আটক রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, এখনই সময় হামাসের বিরুদ্ধে ‘জাহান্নামের দরজা খুলে দেওয়ার’। গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলায় গাজার আল-মাওয়াসি এলাকায় অন্তত ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ বাস্তুচ্যুত নারী ও শিশু। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর তাঁবুতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

গাজায় ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ত্রাণ সহায়তা প্রায় বন্ধ হওয়ার পথে। ১২টি আন্তর্জাতিক সাহায্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, গাজায় মানবিক ব্যবস্থা ধসে পড়তে চলেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের চাপে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং সাহায্যের কোনো ঘাটতি নেই।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমজনতার দলের নিবন্ধন না পাওয়া নিয়ে রাশেদের স্ট্যাটাস

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

এশিয়া কাপ বিতর্কে বড় শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

১০

‘তত্তাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের অভিশাপ ভোগ করছে পুরো জাতি’

১১

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

কুমিল্লার রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত : তথ্য উপদেষ্টা মাহফুজ

১৩

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

১৪

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

১৫

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

১৬

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

১৭

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

১৮

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

১৯

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

২০
X