ইরানে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রকে ৩৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের একটি আদালত। আজ রোববার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১৯৮০ সালের ‘নোজে’ ব্যর্থ সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগে ২০২২ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন ওই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এ মামলায় যুক্তরাষ্ট্রকে অভ্যুত্থানের ‘পরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকর করার’ দায়ে দোষী সাব্যস্ত করা করেন আদালত।
ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, অভ্যুত্থানের বেঁচে যাওয়া ব্যক্তি ও তাদের আইনজীবীদের বয়ান শেষে যুক্তরাষ্ট্র সরকারকে ‘বস্তুগত ও নৈতিক’ ক্ষতির জন্য ৩০ মিলিয়ন ডলার এবং ‘শাস্তিমূলক ক্ষতি’ হিসেবে ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন। এসব অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
১৯৮০ সালে সদ্য প্রতিষ্ঠিত ইসলামী সরকার ব্যবস্থা উৎখাত ও বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে হত্যার উদ্দেশ্যে নোজে অভ্যুত্থানের ষড়যন্ত্র করা হয়েছিল। এতে জড়িত ছিলেন সাবেক শাহ সরকারের সেনা, বিমানবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা। ওই বছরের জুলাই মাসে নোজে বিমান ঘাঁটি থেকে শত শত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের মাধ্যমে এ অভ্যুত্থান দমন করা হয়েছিল।
তবে ২০১৭ সালে অভ্যুত্থানে জড়িত বিমানবাহিনীর কর্মকর্তা ও পাইলট নাসের রোকনির জবানবন্দির পর এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এমনকি এই অভ্যুত্থানে মোটা অঙ্কের টাকা ঢেলেছিল তৎকালীন মার্কিন সরকার।
মন্তব্য করুন