কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে আরেক মুসলিম দেশের সহযোগিতা চাইল ইরান

ইরান ও আজারবাইজানের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
ইরান ও আজারবাইজানের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে আজারবাইজানের সহযোগিতা চেয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে দেশটির কাছে সহযোগিতা চেয়েছে ইরান।

শুক্রবার (২৭ জুন) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলায় ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে। দেশটির আকাশসীমা দিয়ে ইরানে ড্রোন হামলা চালানো হয়েছে। এমন তথ্যের জন্য আজারবাইজানের কাছে সহযোগিতা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ অভিযোগের তদন্ত ও যাচাইয়ের আহ্বান জানান।

ইরানের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, পেজেশকিয়ান ইসরায়েলি হামলায় ইরানের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আজারবাইজান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইরানিরা কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি এবং করার ইচ্ছাও রাখে না। ইসরায়েলি শাসনই আন্তর্জাতিক আইনের পরিপন্থিভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধের সময়ও পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধ এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। জাতিসংঘ বৈঠক করলেও এই অননুমোদিত হামলা এবং ইরানি জনগণের হত্যার নিন্দা জানায়নি। তিনি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন, ওয়াশিংটন দাবি করেছে যে তারা যুদ্ধ শুরুতে কোনো ভূমিকা রাখেনি। কিন্তু যুদ্ধের অষ্টম দিনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এজন্য কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান।

ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুনরায় বলেন, তিনি প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জোর দিয়েছেন যে ইরান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় এবং সব প্রতিবেশী দেশের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। পেজেশকিয়ান ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীর ও ব্যাপক হবে বলে আশা প্রকাশ করেন।

আলিয়েভ ইসরায়েলি শাসনের আগ্রাসন এবং এই হামলায় নিরীহ মানুষের হত্যার জন্য দুঃখ প্রকাশ করেন এবং যুদ্ধবিরতিকে স্বাগত জানান। ইরানের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে আজারি নেতা বলেন, হামলার শুরু থেকেই আজারবাইজান এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে এবং পুনরায় নিশ্চিত করেছে যে, তারা ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না।

তিনি বলেন, আজারবাইজান তার আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব বজায় রাখে। ইসরায়েল ইরানে হামলার জন্য আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে বলে গুজব অস্বীকার করে প্রেসিডেন্ট বলেন, আজারবাইজান সরকার তার বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ প্রতিবেশীর বিরুদ্ধে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১০

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১১

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১২

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৩

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৪

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৫

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৮

কাকে সতর্ক করলেন জিৎ

১৯

ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে গেল ১০০ ফুট, মা-মেয়ে নিহত

২০
X