কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে আরেক মুসলিম দেশের সহযোগিতা চাইল ইরান

ইরান ও আজারবাইজানের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
ইরান ও আজারবাইজানের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে আজারবাইজানের সহযোগিতা চেয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে দেশটির কাছে সহযোগিতা চেয়েছে ইরান।

শুক্রবার (২৭ জুন) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলায় ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে। দেশটির আকাশসীমা দিয়ে ইরানে ড্রোন হামলা চালানো হয়েছে। এমন তথ্যের জন্য আজারবাইজানের কাছে সহযোগিতা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ অভিযোগের তদন্ত ও যাচাইয়ের আহ্বান জানান।

ইরানের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, পেজেশকিয়ান ইসরায়েলি হামলায় ইরানের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আজারবাইজান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইরানিরা কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি এবং করার ইচ্ছাও রাখে না। ইসরায়েলি শাসনই আন্তর্জাতিক আইনের পরিপন্থিভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধের সময়ও পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধ এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। জাতিসংঘ বৈঠক করলেও এই অননুমোদিত হামলা এবং ইরানি জনগণের হত্যার নিন্দা জানায়নি। তিনি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন, ওয়াশিংটন দাবি করেছে যে তারা যুদ্ধ শুরুতে কোনো ভূমিকা রাখেনি। কিন্তু যুদ্ধের অষ্টম দিনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এজন্য কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান।

ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুনরায় বলেন, তিনি প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জোর দিয়েছেন যে ইরান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় এবং সব প্রতিবেশী দেশের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। পেজেশকিয়ান ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীর ও ব্যাপক হবে বলে আশা প্রকাশ করেন।

আলিয়েভ ইসরায়েলি শাসনের আগ্রাসন এবং এই হামলায় নিরীহ মানুষের হত্যার জন্য দুঃখ প্রকাশ করেন এবং যুদ্ধবিরতিকে স্বাগত জানান। ইরানের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে আজারি নেতা বলেন, হামলার শুরু থেকেই আজারবাইজান এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে এবং পুনরায় নিশ্চিত করেছে যে, তারা ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না।

তিনি বলেন, আজারবাইজান তার আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব বজায় রাখে। ইসরায়েল ইরানে হামলার জন্য আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে বলে গুজব অস্বীকার করে প্রেসিডেন্ট বলেন, আজারবাইজান সরকার তার বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ প্রতিবেশীর বিরুদ্ধে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যাযজ্ঞ / শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

কুয়েতে গিয়ে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

সকালে খালি পেটে মাঠা খাচ্ছেন, কী বলছেন পুষ্টিবিদরা

গজারিয়ায় দুই জলদস্যু হত্যা, প্রতিপক্ষের ৮ বাড়িতে আগুন 

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভাইরাসে চিংড়ি উৎপাদনে ধস, দিশেহারা চাষিরা

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল

১০

মতলব উত্তরে ১২ মাসে ১৪ খুন

১১

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে একবার

১২

বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান কত

১৩

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৪

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ

১৫

আলেপ্পো, দারা ও দামেস্কে একের পর এক বিস্ফোরণ

১৬

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

১৭

পদ্মায় পানি স্থিতিশীল, দুর্ভোগ কমেনি বানভাসিদের

১৮

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ

১৯

অ্যাকশনএইডে চাকরির সুযোগ

২০
X