কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় বৃহৎ আঞ্চলিক যুদ্ধ এড়ানো গেছে : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের পাল্টা হামলার পর বৃহৎ আঞ্চলিক যুদ্ধ এড়ানো গেছে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারার অধীনে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাকে বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (২৭ জুন) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) নেতাদের একটি শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের মানবাধিকারের পদ্ধতিগত ও পুনরাবৃত্ত লঙ্ঘনের প্রতি তোষামোদের নীতি বন্ধ করার সময় এসেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা সমস্ত আন্তর্জাতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সম্পূর্ণ তত্ত্বাবধানে এ হামলা হয়েছে। এটি পারমাণবিক অপ্রসারণ ব্যবস্থার মর্যাদার উপর অপূরণীয় আঘাত।

তিনি বলেন, ১২ দিনের এই যুদ্ধের সময় জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারার অধীনে ইরানের সশস্ত্র বাহিনী জনগণ, জাতীয় সার্বভৌমত্ব এবং ইরানের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করেছে। ইসরায়েলি শাসনের আগ্রাসনের জবাব না দেওয়া হলে এটি অঞ্চলে একটি বিস্তৃত ও অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে নিয়ে যেতে পারত।

এর আগে গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।’

ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।

এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত- এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না!’

পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, ‘গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় পোঁছেছেন জোবাইদা রহমান

ফেব্রুয়ারিতেই ভোট হবে : ধর্ম উপদেষ্টা

ভারতে দুই বাংলাদেশিসহ পাঁচজনের যাবজ্জীবন

লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ভাস্কর্য

ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

স্ত্রী নাকফুল না পরলে স্বামীর হায়াত কমে যায়? যা বলছে ইসলাম

ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

ভালোবাসার বন্ধন

১০

ভারতে শত শত ফ্লাইট বাতিল, ২০ বছরের রেকর্ড

১১

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৪

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

১৫

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত

১৬

যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করলেন পুতিন

১৭

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে

১৮

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

১৯

কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর

২০
X