কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের হুঁশিয়ারি

ইরানের পতাকা ও আইএইএর লোগো। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও আইএইএর লোগো। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের (ই৩) পক্ষ থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কার্যকর হলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতা কার্যত বন্ধ হয়ে যাবে।

রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।

প্রদিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণে ব্যর্থ হওয়ার পর সংস্থাটি এ বিবৃতি দিয়েছে। এর আগে ২৮ আগস্ট ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করে। দেশগুলোর অভিযোগ, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে। তবে চুক্তির অন্যান্য স্বাক্ষরকারী রাশিয়া ও চীন এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ই৩-র এই পদক্ষেপকে ‘ভুল ও অবিবেচনাপ্রসূত’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের চলমান আলোচনা ও সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে। পরিষদের বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে গঠনমূলক সহযোগিতা ও বিভিন্ন প্রস্তাব উপস্থাপন সত্ত্বেও, ইউরোপীয় দেশগুলোর কার্যক্রম সেই সহযোগিতার পথ কার্যত বন্ধ করে দেবে।

এ ছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেশের জাতীয় স্বার্থ রক্ষায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসে, মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে ইরান ও আইএইএ একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় পুনরায় পরিদর্শনের বিষয়ে সম্মতি দেওয়া হয়। এসব স্থাপনার কিছুতে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়।

ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি না হলে কায়রোর চুক্তিটি পুরোপুরি বাতিল হয়ে যাবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর আসন্ন নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও দেশটি এগিয়ে যাবে। তিনি বলেন, এই ভূখণ্ডের অমঙ্গল কামনাকারীরা আমাদের পথ আটকাতে পারবে না। আমরা কখনোই অন্যায় দাবির সামনে মাথা নত করিনি, আর করবও না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলি হামলায় নাতানজ ও ফোরদোর মতো পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ইরানের বিজ্ঞানীরা সেগুলো পুনর্নির্মাণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১০

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১২

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৩

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৪

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৫

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৭

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১৯

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

২০
X