বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের হুঁশিয়ারি

ইরানের পতাকা ও আইএইএর লোগো। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও আইএইএর লোগো। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের (ই৩) পক্ষ থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কার্যকর হলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতা কার্যত বন্ধ হয়ে যাবে।

রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।

প্রদিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণে ব্যর্থ হওয়ার পর সংস্থাটি এ বিবৃতি দিয়েছে। এর আগে ২৮ আগস্ট ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করে। দেশগুলোর অভিযোগ, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে। তবে চুক্তির অন্যান্য স্বাক্ষরকারী রাশিয়া ও চীন এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ই৩-র এই পদক্ষেপকে ‘ভুল ও অবিবেচনাপ্রসূত’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের চলমান আলোচনা ও সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে। পরিষদের বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে গঠনমূলক সহযোগিতা ও বিভিন্ন প্রস্তাব উপস্থাপন সত্ত্বেও, ইউরোপীয় দেশগুলোর কার্যক্রম সেই সহযোগিতার পথ কার্যত বন্ধ করে দেবে।

এ ছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেশের জাতীয় স্বার্থ রক্ষায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসে, মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে ইরান ও আইএইএ একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় পুনরায় পরিদর্শনের বিষয়ে সম্মতি দেওয়া হয়। এসব স্থাপনার কিছুতে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়।

ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি না হলে কায়রোর চুক্তিটি পুরোপুরি বাতিল হয়ে যাবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর আসন্ন নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও দেশটি এগিয়ে যাবে। তিনি বলেন, এই ভূখণ্ডের অমঙ্গল কামনাকারীরা আমাদের পথ আটকাতে পারবে না। আমরা কখনোই অন্যায় দাবির সামনে মাথা নত করিনি, আর করবও না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলি হামলায় নাতানজ ও ফোরদোর মতো পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ইরানের বিজ্ঞানীরা সেগুলো পুনর্নির্মাণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক মেয়র আরিফুল হক

বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় : কফিল উদ্দিন

ইডেন কলেজে সংকট নিরসনে ‘অপরাজেয়’র স্মারকলিপি প্রদান

‘ছাত্রনেতাদের দাবির প্রেক্ষিতেই তপশিল ঘোষণা করা হয়েছে’

সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : মোস্তফা জামান

চট্টগ্রামে গণসংযোগে গুলির ঘটনায় সরকারের নিন্দা

এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি

মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু মীর হেলালের

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যাদের আবেদন করতে মানা

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু সেলিমুজ্জামানের

১০

গণতন্ত্র ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতেই বিএনপি কাজ করছে : আমীর খসরু

১১

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : বাবুল

১২

তারুণ্য নির্ভর ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৩

মনোনয়ন দিয়ে বিএনপি নির্বাচনের ষড়যন্ত্রে পেরেক ঠুকেছে : মীর হেলাল

১৪

মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয় : কাদের গনি চৌধুরী

১৫

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

১৬

চট্টগ্রামে ধানের শীষের প্রার্থীকে গুলি, নগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

১৭

চলন্ত ট্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়ল লাইনে

১৮

যে আসনে নির্বাচন করবেন পার্থ, প্রতীক কী

১৯

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

২০
X