স্লোভেনিয়া বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছর দেশটি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার পর এবং জুলাইয়ে দুইজন উগ্র ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নেয়া হলো। খবর রয়টার্সের
স্লোভেনিয়ার পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রসচিব নেভা গ্রাসিক জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক আদালতে রয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
এর আগে, আগস্টে দেশটি ইসরায়েলের ওপর অস্ত্র নীতিবন্ধ আরোপ করেছিল এবং ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছিল। জুলাইয়ে দেশটি ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা। গাজায় ফিলিস্তিনিদের জন্য সহায়তাও বাড়িয়েছে দেশটি।
মন্তব্য করুন