বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালী আইএইচটিতে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) র্যালি ও আলোচনা সভা শেষে কেক কেটে আইএইচটির শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ রতনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কমিশনার আবুল কালাম আজাদ, এম ট্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, আইএইচটি শিক্ষক সমিতির মহাসচিব মো. আইনুল হক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ও ঢাকা আইএইচটি ছাত্রদলের সভাপতি আসাদুল শিকদার, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার পাটোয়ারী, আইপিএইচ ইউনিট শাখার যুগ্ম-আহ্বায়ক নূরনবী বুলবুল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক এজিএস সার্জেন্ট অবসর জসিম উদ্দিন, ২০নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন