খুলনায় বিএনপির ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পদচ্যুত হওয়া নেতারা হলেন, খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল এবং ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান মাজু।
জানা গেছে, খুলনা মহানগর বিএনপির মনিটরিং সেলে তাদের দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে তাদের দুজনকে পদচ্যুত করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কেউ নীতি-আদর্শের বাইরে গিয়ে কাজ করলে বা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন