কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আংশিকভাবে গ্রহণ করার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস একটি নতুন দ্বার উন্মুক্ত করেছে।

শনিবার (০৪ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, হামাসের দেওয়া বিবৃতি গাজায় যুদ্ধবিরতি ও শান্তির জন্য একটি সুযোগ তৈরি করেছে। এ সুযোগ হারানো যাবে না। পাকিস্তান তার অংশীদার ও ভ্রাতৃপ্রতীম দেশগুলোর সঙ্গে ফিলিস্তিনের স্থায়ী শান্তির জন্য কাজ চালিয়ে যাবে।

শাহবাজের এ বক্তব্যের আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার নির্দেশ দেন। এর আগে হামাস জানিয়েছিল, প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় আটক করে নেওয়া বাকি সব জিম্মিকে ফেরত দেওয়ার পরিকল্পনার কিছু অংশ তারা গ্রহণ করেছে।

ট্রাম্প ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, হামাস তিন দিনের মধ্যে অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দিতে হবে—যাদের মধ্যে প্রায় ২০ জনকে জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তারা অস্ত্র সমর্পণ করবে। এর বিনিময়ে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করবে, অধিকাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং মানবিক সহায়তা ও পুনর্গঠনের পথ খুলে দেবে। গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনাও বাতিল হবে।

ট্রাম্প এ পরিকল্পনা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে উন্মোচন করেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, কাতার, মিসর ও জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ট্রাম্প তার বার্তায় লিখেছেন, ইসরায়েলকে এখনই গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে পারি।

অন্যদিকে শাহবাজ শরিফ তার পোস্টে বলেন, আমরা এখন গাজায় যুদ্ধবিরতির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্পসহ কাতার, সৌদি আরব, ইউএই, তুরস্ক, জর্ডান, মিসর ও ইন্দোনেশিয়ার নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাই, যারা ফিলিস্তিন সংকট সমাধানে আলোচনায় অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার

রাজধানীতে গণমাধ্যম সম্মিলন চলছে

টক্সিক পরিবারে বড় হয়ে ওঠার কিছু মানসিক ট্রমা

চালকের বুদ্ধিতে বাঁচলেন বাস যাত্রীরা, প্রাণ গেল পিকআপ চালকের

মরে পড়ে আছে স্কুলছাত্র, পাশেই মাছ ধরতে ব্যস্ত মানুষ

বিশ্বকাপের আগে বাংলাদেশের সাবেক কোচের ওপর ভরসা জিম্বাবুয়ের

ইসিতে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে

মেসিকে টপকে গেলেন রোনালদো

নিয়োগ দিচ্ছে আড়ং

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

১০

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু / পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

১১

ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

১২

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

১৩

সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কেন পর্যটক টানতে পারছে না

১৪

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

১৬

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১৭

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

১৮

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ 

১৯

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

২০
X