হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে সম্মত হলেও, ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই বলেন, গাজার উত্তরাঞ্চল এখনো ‘অত্যন্ত বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা সিটি ঘিরে রেখেছে। সেখানে ফিরে যাওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সরকারি নির্দেশ না আসা পর্যন্ত কেউ যেন উত্তরে না ফেরেন।
তবে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই নতুন করে ইসরায়েলি হামলার খবর এসেছে। গাজা সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানিয়েছেন, চুক্তি ঘোষণার পরও গাজা সিটি ও আশপাশে ইসরায়েলি বিমান হামলা হয়েছে।
এএফপির খবরে বলা হয়, বুধবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পরও উত্তর গাজায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় হতাহতের সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
মন্তব্য করুন