অবরুদ্ধ গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের প্রায় দেড় হাজার যোদ্ধার লাশ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি এসব এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেছেন, অবরুদ্ধ গাজার আশপাশে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের প্রায় দেড় হাজার যোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনারা গাজার আশপাশের এলাকা কমবেশি নিজেদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। এ ছাড়া গতকাল রাত থেকে গাজা থেকে ইসরায়েলে কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবে অনুপ্রবেশ ঘটতে পারে।
গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতরে সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।
মন্তব্য করুন