কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:১১ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি যোদ্ধাদের ধ্বংসে ভয়ংকর পরিকল্পনা দিল ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় একপ্রকার নাস্তনাবুদ হয়ে গেছে ইসরায়েল। তাই সংগঠনটিকে নির্মূল করতে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করেছে তেলআবিব। তার সঙ্গে সমর্থন ও সহযোগিতা দিয়ে যুক্ত হয়েছে গোটা পশ্চিমা বিশ্ব। সেই সমর্থনের অংশ হিসেবে এবার হামাসকে ধ্বংসে নতুন পরামর্শ দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তেলআবিবের প্রতি সমর্থনের অংশ হিসেবে বাইডেন ও সুনাকের পর ইসরায়েল সফরে যান ফরাসি প্রেসিডেন্ট। সেখানে যুদ্ধ পরিস্থিতি ও সহায়তা নিয়ে আলোচনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি হামাসকে ধ্বংস করতে আন্তর্জাতিক বাহিনী গঠন করে লড়াইয়ের কথা জানান। বর্তমানে পশ্চিমা জোটের গঠিত এ ধরনের বাহিনী ইরাক ও সিরিয়াতে ইসলামিক স্টেটসের বিরুদ্ধে লড়াই করছে।

জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মাখোঁ জানান, ফ্রান্স ও ইসরায়েল উভয় দেশের একক শত্রু সন্ত্রাসবাদ। এ সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিলেও তার কোনো বিস্তারিত বর্ণনা দেননি মাখোঁ। এমনকি যেখানে ইসরায়েলে এ ধরনের জোটের সদস্যভুক্ত নয়। তবে ফরাসি প্রেসিডেন্টের উপদেষ্টারা জানান, আন্তর্জাতিক বাহিনী সরাসরি যুদ্ধে অংশ নেবে এমনটা নয়, বরং তারা ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করে নিতে পারে।

মাখোঁ বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। আমি ইসরায়েলকে বলতে চাই তারা একা নয়। ইরাক ও সিরিয়াতে দায়েশের বিরুদ্ধে যুদ্ধরত আন্তর্জাতিক বাহিনী যদি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে ফ্রান্স প্রস্তুত আছে। আমি আমাদের আন্তর্জাতিক অংশীদারদের বলতে চাই যে, আমরা চাইলে হামাসের বিরুদ্ধে লড়তে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী গঠন করতে পারি।

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও চলমান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি জানান, হামাসকে কোনা প্রকার সহানুভূতি দেখানো যাবে না। তবে যুদ্ধের নিয়ম-নীতিও মেনে চলতে হবে। মাখোঁর প্রস্তাবের জবাবে সরাসরি কিছু না বললেও নেতানিয়াহু জানান, এটি কেবল ইসরায়েলের একার যুদ্ধ নয়, বরং এটা আমাদের সবার যুদ্ধ।

এই সফরের ভারসাম্য প্রমাণে শুধু ইসরায়েলি নেতাদের সঙ্গে দেখা করেই সফর শেষ করেননি মাখোঁ। পাশপাশি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও দেখা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাথায় আঘাত পেলে কী করবেন

নুর-সম্রাটের ওপর হামলা চালানো লাল টি-শার্ট পরা কে এই যুবক?

কমলা হ্যারিসের রাষ্ট্রীয় সুবিধায় ট্রাম্পের হস্তক্ষেপ

নির্বাচনী রোডম্যাপের পর অনেকের অস্থিরতা বেড়েছে : মোনায়েম মুন্না

পেঁয়াজ-রসুন-আদার বাজারে অস্থিরতা

বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, পরিসংখ্যানে কারা এগিয়ে

রয়্যাল এনফিল্ড কেনায় বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক

নুরের ওপর হামলার বিষয়ে জুলকারনাইন সায়েরের পোস্ট 

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

১০

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ

১১

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

১২

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

১৩

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১৪

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

১৫

মানুষ ঘুমের মধ্যে হাসি কিসের লক্ষণ

১৬

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

১৭

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

১৮

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

১৯

বাইচের নৌকা ডুবে নিহত ২

২০
X